Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সিলেটে মিলেছে নতুন গ্যাস কূপ

ss-sylhet gas field-24-5-24
[publishpress_authors_box]

সিলেটে আরেকটি গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে। খনন কাজ চালিয়ে সিলেট গ্যাস ফিল্ডের কৈলাশটিলার ৮ নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়া যায়।

সংশ্লিষ্টদের আশা, এই কূপ থেকে দৈনিক ২১ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে কৈলাশটিলা ৮ নম্বর কূপের খনন কাজ শুরু হয়। কূপটি খনন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

খনন কাজ শেষে শুক্রবার পরীক্ষা করে গ্যাস মজুদের বিষয়টি নিশ্চিত করে সেখানকার কর্মকর্তারা। তারা জানায়, কূপের ৩ হাজার ৪৪০ থেকে ৩ হাজার ৪৫৫ মিটার পর্যন্ত গভীরতায় গ্যাসের নতুন স্তর পাওয়া গেছে। এই কূপে গ্যাসের সবচেয়ে বেশি প্রেশার রয়েছে ৩ হাজার ৩৭৫ পিএসআই। যাকে বলা হয় সুপার প্রেসার।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান সকাল সন্ধ্যাকে জানান, এই কূপ থেকে প্রাথমিকভাবে দৈনিক ২০ থেকে ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। কূপের মাত্র দেড় কিলোমিটার দূরে বিদ্যমান পাইপলাইন ও আড়াই কিলোমিটার দূরত্বে ব্যবহারযোগ্য প্রসেস প্লান্ট রয়েছে।

৩ মাস পর নতুন পাওয়া এই গ্যাস কূপ থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

১৯৬২ সালে সিলেটের গোলাপগঞ্জে আবিষ্কৃত হয় কৈলাশটিলা গ্যাসক্ষেত্র। ১৯৮৩ সালে সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে বর্তমানে সাতটি গ্যাস কূপ রয়েছে। এই গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দৈনিক ২৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করছে পেট্রোবাংলা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত