Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপির বহিষ্কৃত নেতা গোয়াইনঘাটের চেয়ারম্যান

শাহ আলম স্বপন (মাঝে)।
শাহ আলম স্বপন (মাঝে)।
[publishpress_authors_box]

সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা শাহ আলম স্বপন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক আহমেদকে প্রায় দ্বিগুণ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

ঘোড়া প্রতীকে স্বপন পেয়েছেন ৪৫ হাজার ৯৯ ভোট। ফারুক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৬৭ ভোট।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম সকাল সন্ধ্যাকে জানান, গোয়াইনঘাটে মোট ৮৪টি কেন্দ্রে ২ লাখ ২৯ হাজার ৯২৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৭৩ হাজার ৫৩২ জন। ভোটের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ।

দেশজুড়ে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করছে বিএনপি। দলটি থেকে যারা এই নির্বাচনে প্রার্থী হয়েছে তারা বহিষ্কৃত হচ্ছেন।

সেই ধারায় ভোটে অংশ নেওয়ায় সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ স্বপনকেও বহিষ্কার করে বিএনপি। গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান স্বপন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদেও ছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্বপনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত