Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কোটা : শাবিপ্রবি শিক্ষার্থীদের অবরোধে ‘পুলিশের বাধা’

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, বৃহস্পতিবার বিকালে অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটায় ২০ জন আহত হয়। ছবি : সকাল সন্ধ্যা
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, বৃহস্পতিবার বিকালে অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটায় ২০ জন আহত হয়। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

‘পুলিশি বাধা’ উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষার্থী।

তারা বলছে, বৃহস্পতিবার বিকালে এ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটায় ২০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল দাবিতে বিকাল ৪টার দিকে ক্যাম্পাসের গোলচত্বরে জড়ো হতে থাকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতাকর্মীরা। পরে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে তারা।

মিছিলটি নিয়ে প্রধান ফটকে গেলে পুলিশ বাধা দেয়। তা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে ঘণ্টাব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন শেষে ক্যাম্পাসে ফিরে যায় তারা।

শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি হামলার’ নিন্দা জানান।

শাবিপ্রবি শিক্ষার্থীদের এই অবরোধের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়ে অংসখ্য মানুষ। 

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর শাবিপ্রবির সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব সকাল সন্ধ্যাকে বলেন, “পুলিশি বাধার কারণে আমাদের কর্মসূচি পালনে সমস্যা হয়েছে। পুলিশের লাঠিচার্জে প্রায় ২০ জন আন্দোলনকারী আহত হয়েছে। তবে কারও গুরুতর সমস্যা হয়নি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের পরবর্তী কর্মসূচি পালিত হবে।”

তিনি বলেন, “সরকারি চাকরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত