সিলেটের রাতারগুল পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে এক কিশোর।
শামীম আলী (১৬) নামে ওই কিশোর শুক্রবার সন্ধ্যায় পানিতে ডুবে গিয়েছিল। ১৮ ঘণ্টা পর শনিবার দুপুর ১২টায় রাতারগুলের মোটরযান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শামীম সিলেট নগরের বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে। শুক্রবার আরও তিন বন্ধুর সঙ্গে সে রাতারগুল জলাবনে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যা ৬টার দিকে খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদীর পানিতে নামে তারা।
এসময় শামীম পানিতে তলিয়ে গেলেও অন্য তিনজন সাঁতড়ে পাড়ে উঠে আসে বলে জানান সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া।
তিনি সকাল সন্ধ্যাকে বলেন, নিখোঁজ শামীমের খোঁজে পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অনুসন্ধান চালায়।
পানিতে জাল ফেলে সন্ধান চালানোর এক পর্যায়ে আজ দুপুরে তার লাশ উঠে আসে।”
ওসি জানান, শামীমের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এখন সেই প্রক্রিয়া চলছে।