Beta
রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

সিলেটে টিকিট নিয়ে কড়াকড়ি আছে কাড়াকাড়ি নেই

ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগের গ্যালারি। ছবি : সকাল সন্ধ্যা
ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগের গ্যালারি। ছবি : সকাল সন্ধ্যা
সিলেট থেকে
সিলেট থেকে

বিপিএল শেষে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। তবে খেলা বিপিএল হোক বা বাংলাদেশের, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিট নিয়ে চলে কাড়াকাড়ি। কালোবাজারিদের থাকে পোয়াবারো। ২০০ টাকার টিকিট বিক্রি হয়ে যায় ২০০০ টাকায়।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ (সোমবার) শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে টিকিট কালোবাজারি ঠেকাতে তৎপরতা দেখা গেছে বিসিবি কর্তাদের। তবে স্টেডিয়াম চত্বর তো বটেই, গেটেও কালোবাজারির দেখা নেই।

আসলে দর্শকের ভিড়টা শুরু হয়নি এখনও। অফিস ডে হওয়ায় মানুষ এখনও স্টেডিয়ামমুখী হননি। তারপরও ম্যাচের দিন জিন্দাবাজার থেকে লাক্কাতুরা পর্যন্ত যে অসহনীয় যানজট শুরু হয়, আজ এখনও শুরু হয়নি সেটা।

ফাঁকা রাস্তার পাশাপাশি স্টেডিয়ামে দেখা গেল গ্যালারিও খাঁ খাঁ করছে। বিকেল ৩.৫৫ মিনিটে পশ্চিম গ্যালারিতে দর্শক শুধু একজন।

অন্য সময় ম্যাচের ঘণ্টা দুয়েক আগে ভরে যেতে দেখা গেছে ১৮ হাজার স্টেডিয়ামের গ্যালারি। বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ম্যাচের আগে সেই উত্তেজনার দেখা মিলেনি এ পর্যন্ত।

এর অন্যতম কারণ প্রচারণা না থাকা। বিপিএলের মাঝে আন্তর্জাতিক এই সিরিজ নিয়ে প্রচারণা হয়নি তেমন। সিলেটের স্থানীয় সংগঠকরাও গতকাল মাইকিং ছাড়া করেননি তেমন কিছু। তাই স্টেডিয়ামের বাইরে বসা মৌসুমী দোকানিদের মন খারাপ। ক্রেতাই যে নেই!

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত

Add New Playlist