বিপিএলে ঢাকায় টানা তিন জয় পেয়েছিল রংপুর রাইডার্স। সিলেটেও চার ম্যাচের সবগুলো জিতেছে নুরুল হাসান সোহানের দল। টানা সাত জয়ে এবারের বিপিএল অজেয় রইল তারা।
প্লে-অফ খেলাটাও প্রায় নিশ্চিত করে ফেলেছে রংপুর। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। অথচ অন্য দলগুলো এখনও রংপুরের অর্ধেক পয়েন্টও পায়নি। কারণ সমান ম্যাচ খেলেনি সবগুলো দল।
দুই নম্বরে থাকা চিটাগং কিংসের পয়েন্ট ৪ ম্যাচে ৬। ৫ ম্যাচে সমান ৬ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালেরও। তবে নেট রান রেটে এগিয়ে চিটাগং। ৬ ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্ট ৪ করে।
মিরপুরে তিন ম্যাচ হারা ঢাকা ক্যাপিটালস প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেটে। তারপরও পয়েন্ট টেবিলের তলানিতেই তারা। ঢাকার পয়েন্ট কেবল ২।
একটা জয় পেলেও সিলেটে বিপিএলের রেকর্ড ২৫৪ রানের ইনিংস খেলেছিল ঢাকা। দুর্বার রাজশাহীকে ১০৫ রানে অলআউট করে জিতেছিল ১৪৯ রানে, বিপিএলে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও এটা।
সিলেটে প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। তারা হারিয়েছে ঢাকা ও খুলনাকে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। নিজেদের শহরে পাঁচটি ম্যাচ খেলবে চিটাগং কিংস। চট্টগ্রামে হবে ১২টি ম্যাচ।
পয়েন্ট তালিকা (সিলেট পর্ব শেষে)
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নে.রা.রে. |
রংপুর রাইডার্স | ৭ | ৭ | ০ | ১৪ | +১.৫৪২ |
চিটাগং কিংস | ৪ | ৩ | ১ | ৬ | +১.৩২৩ |
ফরচুন বরিশাল | ৫ | ৩ | ২ | ৬ | +০.৮৩৮ |
খুলনা টাইগার্স | ৫ | ২ | ৩ | ৪ | +০.১৩০ |
সিলেট স্ট্রাইকার্স | ৬ | ২ | ৪ | ৪ | –১.২৫৪ |
দুর্বার রাজশাহী | ৬ | ২ | ৪ | ৪ | –২.১১৭ |
ঢাকা ক্যাপিটালস | ৭ | ১ | ৬ | ২ | –০.০৯৭ |