সিলেটের বিয়ানীবাজারে ৪০০ বস্তা চিনি ছিনতাইয়ে জড়িত অভিযোগে উপজেলা ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রামের নুরুল হকের ছেলে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর সকাল সন্ধ্যাকে বলেন, তাহমিদকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
চিনির মালিক বদরুল ইসলাম জানান, বিয়ানীবাজারের চারখাই বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিছুদিন আগে তিনি সরকারের বিধি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৪৭৭ বস্তা চিনি নিলামের মাধ্যমে কেনেন। ওই চিনি থেকে ৪০০ বস্তা চিনি তিনি জনৈক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। বিক্রি করা চিনি অন্যত্র নিয়ে যাওয়ার সময় গত ৮ জুন শনিবার অস্ত্রের মুখ লুট করা হয়।
ওসি জানান, বদরুল ইসলাম ভারতীয় চিনি নিলামে কিনেছিলেন। পরে তার কাছ থেকে বিয়ানীবাজারের শাহগলী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম চিনি কেনেন। গত শনিবার দুপুরে বিয়ানীবাজার থেকে ট্রাকে করে এসব চিনি পাবনায় নেওয়া হচ্ছিল।
তিনি জানান, ট্রাকটি বিয়ানীবাজারের চারখাই এলাকায় পৌঁছালে প্রাইভেট কার, পিকআপ ও মোটরসাইকেলে করে আসা ১৫-১৬ জন যুবক গতিরোধ করেন। পরে ট্রাকচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি বিয়ানীবাজারের শ্রীধরা ও খাসাড়িপাড়া গ্রামে নিয়ে চিনির বস্তাগুলো ট্রাক থেকে নামিয়ে পিকআপ ও অন্য যানবাহনে করে নিয়ে যান তারা।
এ ঘটনায় ১১ জুন মামলা হয় জানিয়ে ওসি বলেন, মামলার পর অভিযান চালিয়ে ৮০ বস্তা চিনি, একটি পিকআপ (ঢাকা মেট্রো-ঠ ১১০৭০৯) উদ্ধার ও এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- কিশোরগঞ্জের মিঠামইন থানার হোসাইনপুর গ্রামের (বর্তমানে পৌরশহরের দাসগ্রাম লিচুটিলা ছাত্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া) মো. খলিল মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৬) ও মৌলভীবাজার জেলার বড়লেখা শাহবাজপুর এলাকার বোবারতল গ্রামের (বর্তমানে সুপাতলা) মোস্তফা উদ্দিনের ছেলে হাসান (২১)।
সর্বশেষ গ্রেপ্তার করা হয়েছে উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদকে।
ওসি বলেন, ট্রাকভর্তি চিনি লুটে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট ৩২০ বস্তা চিনি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
চিনিকাণ্ডে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত- এমন গুঞ্জনের মধ্যে গত ১৩ জুন বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাদের চিনি সংক্রান্ত কথাবার্তার একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এরই পরিপ্রেক্ষিতে পরদিন শুক্রবার রাতে বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগ।