বন্যার পানি নেমে যাওয়ায় সিলেটের পর্যটন কেন্দ্রগুলো সবার জন্য আবার খুলে দেওয়া হয়েছে।
ফলে রবিবার দুপুর থেকে জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, পান্থুমাই ও সাদাপাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে যাওয়ায় আর বাধা নেই।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন সকাল সন্ধ্যাকে বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ও নদীতে পানির স্রোত কমায় পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম সকাল সন্ধ্যাকে জানান, রবিবার বেলা ১টা থেকে জাফলং, রাতারগুল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জাফলংয়ে নৌযাত্রীদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সব বোট মালিক, নৌ চালক-মাঝিদের পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখতে বলা হয়েছে।
জাফলংয়ে পিয়াইন নদীর পানির গভীরতা ও স্রোত বিবেচনায় সাঁতার জানে না এবং ১২ বছরের কম বয়সীদের নৌকায় তোলায় নিষেধাজ্ঞা থাকবে বলে ইউএনও জানান।
অতি বৃষ্টি ও উজানের ঢলে সম্প্রতি কয়েক দফায় বন্যার কবলে পড়ে সিলেট। পানি বেড়ে যাওয়ায় সর্বশেষ গত মঙ্গলবার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।