Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটে ট্রাফিক পুলিশদের ফুল দিয়ে স্বাগত

সিলেট
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

টানা ছয়দিন পর সোমবার সিলেটের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। এসময় তাদের ফুল দিয়ে স্বাগত জানায় স্কাউট ও বিএনসিসির সদস্যরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, “আমি বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণ করেছি। স্কাউট ও বিএনসিসি সদস্যরা বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন।”

সোমবারও সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে এখনও সড়কে শৃঙ্খলা ধরে রাখতে পুলিশকে সহযোগিতা করছেন স্কাউট ও বিএনসিসির সদস্যরা।

সকাল থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইওরপুল ও সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। বৃষ্টির মধ্যে তারা সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন।

ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ থেকে স্কাউট ও বিএনসিসি সদস্য ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ইতোমধ্যে সরিয়ে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর দেশের বিভিন্ন থানায় হামলা হয়। এসব ঘটনায় থানাগুলো পুলিশশূন্য হয়ে যায়। দায়িত্ব পালন করেনি ট্রাফিক পুলিশরাও। আর এ সময়ে শিক্ষার্থীরাই বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত