Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সিলেটে অটোরিকশা চালক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Sylhet-Court
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

[publishpress_authors_box]

সিলেটের বিয়ানীবাজারে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত পাঁচজনই পলাতক।

অটোরিকশা চালক ৩০ বছর বয়সী হযরত আলীকে ২০১৪ সালের ১৭ আগস্ট হত্যা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের রওশন আলীর ছেলে শহিদুল ইসলাম (২১), দক্ষিণ সুনামগঞ্জের বাদশা মিয়ার ছেলে সুমন আহমদ (১৯), ফজিল বারীর ছেলে শিপু মিয়া (১৯), হাজী মাসুক মিয়ার ছেলে জাকারিয়া মুন্না (২০) ও হরমুজ আলীর ছেলে মো. রুহল আমিন (২০)।

মামলায় বলা হয়, ২০১৪ সালেন ১৭ আগস্ট আসামিরা অটোরিকশা চালক হযরত আলীকে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার যান। সেখানে রাতে ১১টার দিকে কৌশলে তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।

এ অভিযোগ এনে হযরত আলীর ছোট ভাই শুকুর আলী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৪ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা (এসআই) বাছিত মিয়া।

অভিযোগ গঠনের পর ২৪ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী জায়েদা বেগম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত সব আসামিই পলাতক রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত