আবুধাবি টি-টেন লিগে বসেছে তারার মেলা। রশিদ খান, সাকিব আল হাসান, ফাফ দু প্লেসিস, সুনীল নারিননহ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটাররা খেলছেন এই টুর্নামেন্টে। সেখানেই শুক্রবার অবিশ্বাস্য এক নো বল করে আলোচনায় আরব আমিরাতের মিডিয়াম পেসার হযরত বিলাল।
নিউইয়র্ক স্ট্রাইকার্সকে ৩৬ রানে হারিয়েছে বিলালের স্যাম্প আর্মি। স্যাম্প আর্মির ১৩৫ রানের জবাবে নিউইয়র্ক থামে ৭ উইকেটে ৯৯-এ। চতুর্থ ওভারে বোলিং করতে এসেছিলেন বিলাল।
Surely this is fixing.
— Sports Spotlight (@SSpotlight71) November 22, 2024
Hazrat Bilal bowled a big no ball it was so bad his teammates were laughing at him . pic.twitter.com/wj9fMZtEJg
দ্বিতীয় বলে জিশান আবিদের উইকেটও পান তিনি। কিন্তু চতুর্থ বলটা ছিল বিশাল নো। সেই নো বলটা নিয়েই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পপিং ক্রিজ থেকে তার পা এতটাই বাইরে ছিল যে ‘স্পট ফিক্সিং’য়ের গন্ধ পেয়েছেন অনেকে।
এমনকি বিশ্বাস হচ্ছিল না ধারাভাষ্যকারদেরও। একজন বলছিলেন ‘এত বড় নো কীভাবে সম্ভব’। ডাগআউটে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও হেসে গড়াগড়ি খাচ্ছিলেন তখন।
এদিকে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স ৬ উইকেটে হেরেছে সেই বিলালের স্যাম্প আর্মির কাছে। বাংলা টাইগার্সের ১০৬ রানের চ্যালেঞ্জ স্যাম্প আর্মি পেরিয়ে যায় ৩ বল হাতে রেখে। ২ ওভারে মাত্র ১৫ রানে সাকিব ২ উইকেট নিয়েও জেতাতে পারেননি দলকে।