টেস্ট আর ওয়ানডে শেষে এবার লড়াই টি-টোয়েন্টির। তিন ম্যাচের সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা করেছে আগেই। এবার তৃতীয় ওয়ানডে চলার সময়ই দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ।
বিগ ব্যাশের জন্য সেই সিরিজের দলে নেই শাই হোপ ও শারফেন রাদারফোর্ড। প্রথম দুই ম্যাচে থাকছেন আকিল হোসেন, এরপর তিনিও খেলতে যাবেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। আকিলের পরিবর্তে শেষ টি-টোয়েন্টির দলে নেওয়া হয়েছে জেইডেন সিলসকে।
উইন্ডিজের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন কিসি কার্টি। ৪ টেস্ট ও ৩১ ওয়ানডে খেলা কার্টি এ বছরের নভেম্বরে সেঞ্চুরি পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে (ওয়ানডেতে)। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরির আশা জাগিয়ে করেছিলেন ৯৫ রান।
কার্টির সুযোগ পাওয়া নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি জানালেন, ‘‘ও আমাদের দেখিয়েছে, এই সংস্করণেও ভালো হতে পারে। বাংলাদেশের বিপক্ষে খেলা, এমন একটা দল যাদের হালকা করে দেখার সুযোগ নেই। সবাইকেই চাই আমাদের।’
ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন ব্র্যান্ডন কিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন জনসন চার্লস।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে মাঠে গড়াবে ১৬ ডিসেম্বর। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর।
টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ–অধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, টেরান্স হাইন্ডস, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেড ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার ও আকিল হোসেন/জেইডেন সিলস।