Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গাইলেন দুই ক্যারিবিয়ান

থিম সং গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল ও সকা সুপারস্টার কেস। ছবি: আইসিসি
থিম সং গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল ও সকা সুপারস্টার কেস। ছবি: আইসিসি
[publishpress_authors_box]

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দুই দেশ- যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের আসর বসবে সামনের জুনে। খুব বেশি সময় বাকি নেই। ক্রিকেটপ্রেমীদের মনে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং। গানটি গেয়েছেন দুই ক্যারিবিয়ান সংগীত শিল্পী।

থিম সং গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল ও সকা সুপারস্টার কেস। তারা দুজনই ক্যারিবিয়ান। শন পল জ্যামাইকান এবং কেস ত্রিনিদাদিয়ান। গানটি প্রযোজনা করেছেন মাইকেল ‘তানো’ মন্তানো। তিনিও ত্রিনিদাদের। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় গানটির জন্য তিন ক্যারিবিয়ানকে বেছে নিয়েছে আইসিসি।

ক্রিকেটের বড় আসরের থিং সং গাইতে পেরে গর্বিত শন পল, “ক্রিকেট আমাদের সংস্কৃতির প্রধান অংশ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং রেকর্ড করতে পেরে গর্ব হচ্ছে। আমি কেসের বড় ভক্ত। ক্যারিবিয়ান নাচের সঙ্গে সংস্কৃতির চমৎকার মেলবন্ধন হবে এই গানে। সঙ্গে আন্তর্জাতিক সংগীতের আবহ ও সকা সংগীত তো থাকছেই।”

থিম সংয়ের অংশ হতে পেরে কেসও গর্বিত, “আমাদের সবার লক্ষ্য বিশ্বকে একত্র করা। তাই আমরা ক্রিকেটে গানের সুরে বেঁধেছি, যা খুবই শক্তিশালী এক মাধ্যম। শন পল ও তানোর এই সৃষ্টি অসাধারণ। এই গান ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে পার্টির আমেজ নিয়ে আসবে।”

২০২৪ সালের বিশ্বকাপের খেলবে ২০ দল। ক্রিকেটের কোনও বিশ্ব আসরে কোনও দিন এত দল খেলেনি। এবার ম্যাচ হবে ৫৫টি। এত ম্যাচও আয়োজন করা হয়নি কখনও। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের এবারের প্রতিযোগিতাকে সত্যিকার অর্থেই বিশ্বকাপের রূপ দেওয়া প্রচেষ্টা আইসিসির।

যার অংশ হিসেবে ক্ষণগণনার ১০০তম দিন থেকে টিকিট বিক্রি শুরু করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। আর এখন ৫০ দিন বাকি থাকতে প্রকাশ করা হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং। আইসিসি নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে এটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত