Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

হামজা চৌধুরীর বাড়িতে তাবিথ আউয়ালের সৌজন্য সাক্ষাৎ

Football
[publishpress_authors_box]

আনুষ্ঠানিকতার পর্ব ধীরে শেষ হতে চলেছে। বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হওয়ার সময় এগিয়েও আসছে। সেই প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল হামজার সঙ্গে বাফুফে প্রধান তাবিথ আউয়ালের সাক্ষাতে।

বুধবার রাতে ইংল্যান্ডের লেস্টারে হামজা চৌধুরীর বাসভবনে তার সঙ্গে দেখা করেছেন বাফুফে প্রধান। এ সময় বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজার বাবা-মা’ও উপস্থিত ছিলেন। তাবিথ আউয়ালের সঙ্গে ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।

সাক্ষাতের পাশাপাশি লেস্টার সিটির হোম ভেন্যু কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সাথে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তাবিথ আউয়াল। ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি।

এসময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা। তাবিথ আউয়াল নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমরা আশাবাদী। দেশ ও প্রবাসের প্রতিভার এই মেলবন্ধন বাংলাদেশের ফুটবলের গৌরবময় ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।”

ধারণা করা হচ্ছে, আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। ম্যাচটি হবে ২৫ মার্চ। যদিও ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামকেই এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু ধরা হচ্ছে।  

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানিয়েছেন, “সৌদি আরব ও কাতারকে এর মধ্যে আমরা চিঠি দিয়েছি, যে কোনও একটি দেশে যাতে আমরা ক্যাম্প করতে পারি। জাতীয় কমিটি কোচের সঙ্গে বসে ক্যাম্পের তারিখ, সময় চূড়ান্ত করবে।”

ফাহাদ করিম জানিয়েছেন, হামজার ক্লাব লিস্টার সিটিকেও ২৫ মার্চের ম্যাচের কথা জানানো হয়েছে। যদিও এই মুহূর্তে লেস্টার ছেড়ে হামজার শেফিল্ড ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত