মাত্রই ৩ দিন আগে প্রিয় বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে হারিয়েছেন তাহসিন তাজওয়ার। ফেডারেশনের যে কক্ষে বাবাকে হারিয়েছেন সেখানেই আবারও দাবার বোর্ডে বসতে হয়েছে তাকে।
জাতীয় চ্যাম্পিয়নশিপের ১২ তম রাউন্ডের কয়েকটি বোর্ডের খেলা অসমাপ্ত ছিল। মঙ্গলবার সেই অসমাপ্ত বোর্ডের খেলা শুরু হয়েছে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার সেদিন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে খেলছিলেন। পুনরায় শুরু হওয়া সেই খেলা এদিন খেলতে এসেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়ার পুত্র। তার মা তাসমিন সুলতানা লাবণ্যও এসেছিলেন।
মাত্র দিন তিনেক আগে জিয়া এই কক্ষে অসুস্থ হয়ে দুনিয়া ত্যাগ করেছে। সেই কক্ষেই আবার খেলার জন্য ফেরা অনেক কষ্টের। তাই তাহসিনের প্রতিপক্ষ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৬ চাল পরই সমঝোতার ড্র করেছেন। শাকিল খেলা শেষে বলেন, ‘আসলে আমাদের কারোরই খেলার মতো মানসিক পরিস্থিতি নেই। তাহসিন যে এসেছে এটাই অনেক বড় বিষয়। ৬ চাল পর আমরা দুই জনই ড্রতে সম্মত হই।’
১২ তম রাউন্ডে জিয়া -রাজীব খেলাও অসমাপ্ত ছিল। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের নিয়মানুযায়ী খেলা অসমাপ্ত থাকলে পরবর্তীতে নতুন করে খেলা শুরু হয়। জিয়া আর পৃথিবীতে নেই। তাই রাজীব ওয়াকওভার পেয়েছেন। ১২ খেলায় রাজীবের পয়েন্ট সাড়ে আট। বুধবার রাজীব শেষ রাউন্ডে খেলবেন জিয়ার পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারের সঙ্গে। ১২ খেলায় তাহসিনের পয়েন্ট সাড়ে সাত। রাজীবের বিপক্ষে ড্র করলে তাহসিন তাজওয়ার জিয়ার পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে তিনি শীর্ষ পাঁচ জনের মধ্যে থাকতে পারেন। তখন অলিম্পিয়াড খেলা নিশ্চিত হবে।