Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

‘ব্যাটার’ মুশতাককে বোল্ড করলেন তাইজুল

tttttttttttttt
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]
চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

অনুশীলনে ব্যাট হাতে নেটে দাঁড়িয়ে গেলেন মুশতাক আহমেদ। পাকিস্তানি এই কিংবদন্তি এখন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। নেটে বলও করেন প্রায় সময়। আজ (মঙ্গলবার) প্রচণ্ড রোদে বোলিংয়ের বদলে পাকিস্তানি এই কিংবদন্তি নেমে পড়লেন ব্যাট হাতেই!

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পশ্চিম দিকের নেটে ব্যাট-প্যাড পড়া মুশতাককে দেখে বোলিং করতে আসেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও তাইজুল ইসলাম।

তানভীরের প্রথম বলটি মিস করেন মুশতাক, এরপর তানভীর মজা করে আবেদন করেন আউটের। মাথা নাড়িয়ে মুশতাক জানান, এটা আউট হয় কীভাবে?

এরপর তাইজুল ইসলাম আর কোনো সন্দেহই রাখেননি। সরাসরি বোল্ড করে দেন নতুন নেট ব্যাটার মুশতাককে। সেই বলের প্রশংসা করেন মুশতাকও।

ব্যাট হাতে অনুশীলনে মুশতাক আহমেদ। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে ম্যাচেও এমন জাদুকরী বোলিং করতে হবে তাইজুলকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কেবল দুটি টেস্ট জেতায় এখানে প্রোটিয়াদের হারানোর কাজটা যে সহজ নয়, ভালোই জানা তাইজুলের।

সংবাদ সম্মেলনে অবশ্য জয়ের লক্ষ্যের কথাই বললেন তাইজুল, ‘‘আমাদের লক্ষ্য তো একটা থাকবে, আমরা জেতার জন্যই খেলব। তারপরও সিচুয়েশন কি হয় সেটা ম্যাচ যখন পুরোটা হবে তখন বোঝা যাবে। তবে আমরা চেষ্টা করব জেতার জন্য।’’

’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত