নতুন বছরের শুরুতেই সাফল্যের স্বীকৃতি পেতে পারেন তাইজুল ইসলাম। আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে সেরা তিনে আছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ বোলিংয়ের সুবাদে সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছে তাইজুলের।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে দুই ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তাইজুল। সিলেট টেস্টে বাংলাদেশের জয়ে অবদান রাখা ম্যাচে ১০ উইকেট ছিল তার। এই বাঁহাতি স্পিনারের নৈপুন্যে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ও টেস্টে দ্বিতীয় জয় পায় বাংলাদেশ।
আজ (সোমবার) দুপুরে এক বিজ্ঞপ্তিতে তাইজুলের মাসসেরার দৌড়ে থাকার বিষয়টি জানায় আইসিসি। বাংলাদেশ স্পিনারের সঙ্গে ডিসেম্বরের মাসসেরা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।
টেস্টে ১৯২ উইকেট নেওয়া তাইজুল অপেক্ষায় আছেন ২০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি ও দ্রুততম হিসেবে টেস্টে ২০০ শিকার পূরণ হবে তার।
সাকিব টেস্টে ২০০ উইকেটে পা রেখেছিলেন ৫৪তম ম্যাচে। ৪৪ টেস্ট খেলা তাইজুল তার আগেই হয়তো স্পর্শ করবেন এই মাইলফলক।