মিরপুরে একদিনে ১৭ উইকেট পড়ার ঘটনাও আছে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে সেই কাণ্ড হয়েছিল। তবে এবার টেস্টের প্রথম দিন মিরপুরে ১৬ উইকেট পড়ার রেকর্ড হলো। সেই রেকর্ডের কারণে ম্যাচে এখনও টিকে আছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট নিতে ব্যর্থ হলে স্বাগতিকরা লড়াইয়ে থাকতো না।
১০৬ রানে প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ায় একটি সুযোগও মিস হয়েছে বাংলাদেশের। ১৪০-এ প্রোটিয়াদের ৬ উইকেট তুলে নিলেও ম্যাচে স্পষ্ট এগিয়ে থাকার স্বস্তি নেই বাংলাদেশ দলে। তাই সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলাম জানিয়ে গেলেন রান আর একশ বেশি হলে ভালো হতো।
ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়ে এ স্পিনার জানিয়েছেন, “আমাদের রানটা যদি ২০০-২২০ হতো তাহলে এই ম্যাচে কিন্তু আমরা এগিয়েই থাকতাম। এখন কমতির দিকে তাকিয়ে তো লাভ নেই। দ্বিতীয় ইনিংস আছে ব্যাটাররা ওখানে ভালো করবে আশা রাখি।”
এখন তাইজুলদের সামনে একটাই সুযোগ। আর সেদিকেই তাকিয়ে এ স্পিনার, “ওদের কাল যত দ্রুত পারি আউট করার চেষ্টা করবো। ইতিমধ্যে তারা একটু লিড নিয়েছে কিন্তু এখনও আমরা ম্যাচ থেকে একেবারে ছিটকে যাইনি। সুযোগ আছে , ওদের দ্রুত অলআউট করলে ম্যাচে ভালো অবস্থানে থাকবো।”
বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতার কারণ উইকেট, না ভারত সিরিজে না পারার ভয়? তাইজুল বলেছেন, “ভয়ের কিছু না। উইকেটের ব্যাপারটা হলো আপনি যেখানেই খেলতে যান তারা কিন্তু নিজেদের হোম অ্যাডভান্টেজ নিবে। এটাই স্বাভাবিক। ব্যাপারটা হলো ভালো খেলা। আমরা আজকে ভালো খেলতে পারিনি।”