Beta
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে যা বললেন টেইট

t1
[publishpress_authors_box]

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতায়। মঙ্গলবার সিরিজ-নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ।

বিশ্বকাপের আগে শেষ ম্যাচটা জয় দিয়ে করতে চান বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মত সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন।

টেইট অবশ্য প্রতিপক্ষ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। আজ চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বললেন, ‘‘প্রতিপক্ষ কারা সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ, যার বিপক্ষেই খেলি না কেন, আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। এরপর বিপিএল ও প্র্যাকটিস ম্যাচ আছে, তারপর বিশ্বকাপ। আমরা কালও সেরাটা দেওয়ার চেষ্টা করব। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ আছে। সেখানেই প্রস্তুতি আরও ভালো হবে।’’

সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে চান টেইট, ‘‘এরপর অবশ্যই কিছুটা বিরতি আছে (সিরিজ শেষে)। কিন্তু সেই আত্মবিশ্বাসটা আমাদের সঙ্গেই থাকবে। আমরা যদি একটা জয় পাই, সেটাই সবচেয়ে ভালো ব্যাপার। তাই আমার মনে হয় না আমাদের এখনই খুব বেশি চিন্তাভাবনা কঠিন করার দরকার আছে।’’

তৃতীয় ম্যাচের আগে টেইটের ভাবনায় শুধুই ভালো ক্রিকেট খেলা। সিরিজের শেষ ম্যাচের আগে টেইট বললেন, ‘‘আমাদের চিন্তাভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেই। আমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার দিকে মনোযোগ দেওয়া উচিত। যখনই আপনি কোনো আন্তর্জাতিক ম্যাচ যেতেন, আপনি সেখান থেকে কিছু আত্মবিশ্বাস পান। আমি মনে করি, আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি তা হলো, গত ম্যাচে আমরা যে ম্যাচটি জিতেছি সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা।’’

বিশ্বকাপের দলে থাকতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচে নামানো হয়নি তাকে। শেষ ম্যাচে কী অঙ্কন খেলবেন? এমন প্রশ্নে টেইট বললেন,‘‘ যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন। এটা নিয়ে কিছু জানলে বলতে পারতাম। এটা আমার কাজ নয়।’’

বাংলাদেশের পেস আক্রমণে তাসকিন আহমেদের প্রভাব নিয়ে টেইট বলেন, ‘‘তাসকিনকে টি-টেন খেলতে দেখেছি। ওর সাথে আমার দারুণ সম্পর্ক। আমাদের জন্য সে ইম্পরট্যান্ট প্লেয়ার। সিনিয়র প্লেয়ার, ভালো লিডার। তার সাথে নিয়মিতই কথা হচ্ছে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত