Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

জার্মানির উৎসবে ‘বানিশান্তার গল্প’

boni shanta 01
[publishpress_authors_box]

খুলনার মংলায় অবস্থিত বানিশান্তা দ্বীপের যৌনকর্মীদের নিয়ে নির্মিত হয়েছে কাহিনীভিত্তিক তথ্যচিত্র ‘বানিশান্তার গল্প’।

স্থানীয় সময় শুক্রবার শাহাদাত হোসেন হোসেন নির্মিত তথ্যচিত্রটি প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্মানির ৫৮-তম হফ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

৬৬ মিনিটের এই তথ্যচিত্রটিতে উঠে এসেছে বানিশান্তা দ্বীপের যৌনকর্মীদের জীবন। নানা প্রতিকূলতা, খারাপ আবহাওয়া ও পরিবেশের নানা বিপর্যয় অতিক্রম করে এসব যৌনকর্মীরা জীবন কাটান বানিশান্তা যৌনপল্লীতে । প্রায় তিন বছরের বেশি সময় জুড়ে এ দ্বীপের যৌনকর্মী রিনা, রূপালি ও রুনুকে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে তথ্যচিত্রটি। এসব যৌনকর্মীদের চাওয়া- ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবন, স্বাধীনভাবে বাঁচার অধিকার। নিজেরা ভালো না থাকলেও আগামী প্রজন্মের জন্য লড়াই করছেন তারা।

‘বানিশান্তার গল্প’ প্রসঙ্গে নির্মাতা শাহাদাত হোসেন বলেন, “এই তথ্যচিত্রটি এই নারীদের এমন দুর্বল জীবনযাপনকে তুলে ধরা হয়েছে, যেখানে তাদের দৈনন্দিন পেশার চাহিদা, সংকট এবং বানিশান্তার ক্রমাগত পরিবর্তনশীল জলবায়ু দুটোই চিত্রিত হয়েছে। নারীর আবেগ অনুভূতি, পারস্পরিক সহ-অবস্থান যেমন চিত্রিত হয়েছে তেমনি দ্বীপের চারপাশে থাকা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রবাহমান নদীর পাশ ঘেঁষে পতিতালয়ে বসবাসের চরম চাপও তুলে ধরা হয়েছে।”

“তারা কীভাবে বানিশান্তায় এসেছিল এবং কতটা শারীরিক ও মানসিক যন্ত্রণা তারা ভোগ করেছে তা তুলে ধরেছি এই তথ্যচিত্রে। কেউ পতিতার মাধ্যমে বিক্রি হয়েছিল— কাউকে পাচার করা হয়েছিল এবং কেউ কেউ দারিদ্র্যের কারণে বানিশান্তায় এসেছিল। আমরা অত্যন্ত আনন্দিত এটি আন্তর্জাতিক একটি উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে”, যোগ করেন শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকার ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। বর্তমানে চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত