Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

কাবুলে ‘আইএসের হামলায়’ তালেবানের মন্ত্রী নিহত

খলিল হাক্কানি ছিলেন তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী।
খলিল হাক্কানি ছিলেন তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী।
[publishpress_authors_box]

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন তালেবান সরকারের এক মন্ত্রী। এই হামলার জন্য চরমপন্থি ইসলামী গোষ্ঠী আইএসকে দায়ী করা হচ্ছে।

বুধবার অতিথির বেশে শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ে ঢুকে হামলাকারী তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় বলে তালেবান সরকারের কর্মকর্তাদের উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে।

নিহত খলিল হাক্কানি তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী ছিলেন। তার ভাইপো সিরাজুদ্দিন হাক্কানি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে রয়েছেন। আফগানিস্তানের হাক্কানি নেটওয়ার্কের নেতৃত্ব সিরাজদ্দিনই দেন।

খলিলের ভাই জালালুদ্দিন হাক্কানি এই দল গড়ে তুলেছিলেন। সোভিয়েত বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য এই দল গঠিত হয়েছিল। পরে দলটি যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে যুদ্ধে তালেবানের সঙ্গে যোগ দেয়।

 শরণার্থী মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, এই বিস্ফোরণে আরও ছয়জন নিহত হয়েছে।

খলিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তালেবান সরকারের বিবৃতিতে ‘কাপুরুষোচিত’ এই হামলার জন্য আইএসকে দায়ী করেছে। তারা বলছে, আইএস ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের বাইরে অন্য মুসলমানদের কাফের আখ্যা দিচ্ছে।

তবে আইএসের (ইসলামিক স্টেট) পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনও স্বীকারোক্তি আসেনি। মধ্যপ্রাচ্য থেকে উদ্ভূত দলটির একটি শাখা আফগানিস্তানে সক্রিয় রয়েছে।

তিন বছর আগে ইসলামী গোষ্ঠী তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর বোমা হামলায় কোনও বড় নেতা নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম।

প্রভাবশালী হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিলের নাম ২০১১ সালে ‘সন্ত্রাসী’ তালিকায় তুলেছিল যুক্তরাষ্ট্র। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ লাখ ডলার।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে যুদ্ধের সময় হাক্কানি নেটওয়ার্ক বড় ধরনের বেশ কয়েকটি হামলা চালিয়ে আলোচিত ছিল।

যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর তালেবানের নেতৃত্বে সরকারে হাক্কানি নেটওয়ার্কও যোগ দেয়।

তবে সরকার পরিচালনা নিয়ে অন্য তালেবানের সঙ্গে আবার হাক্কানি নেটওয়ার্কের দ্বন্দ্বের খবরও জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক থিংক ট্যাংক চ্যাথাম হাউজ।

কাবুলভিত্তিক হাক্কানি নেটওয়ার্ক সরকারি বাহিনীর প্রশিক্ষণের জন্য পশ্চিমা দেশগুলোর সহযোগিতা নেওয়ার পক্ষে। তবে কান্দাহারভিত্তিক তালেবান নেতারা এর বিরোধী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত