Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

দুই-তিন দিন পর তামিম বাসায় ফিরতে পারবেন

tamim
[publishpress_authors_box]

তামিম ইকবাল হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে কবে বাসায় ফিরবেন আর কবেই বা মাঠে ফিরতে পারবেন তা এখন বড় প্রশ্ন। বুধবার মিরপুরে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তার চাচা আকরাম খান।

আকরাম খান জানিয়েছেন, “তামিম এখন অনেকটা স্থিতিশীল। শরীরের অবস্থা ভালোর দিকে। এভারকেয়ারে সে এখন ভালো অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি এভাবে আরও দু-তিন দিন উন্নতির ধারায় থাকতে পারে তবে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারবো।”

এরপর শুরু হবে তামিমের পুরোপুরি সুস্থ হওয়ার পালা। হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে উঠতে হলে আরও কিছুদিন সময় লাগবে। এরপর এবারের ডিপিএলেই তামিমের ফেরা কি সম্ভভ? তা হয়তো না। তবে ক্রিকেট থেকে দূরে যাচ্ছেন না তামিম।

শারীরিক সক্ষমতা আগে থেকেই ছিল। দুটো রিং পরালেও এমন ফিটনেস নিয়ে মাঠে ফিরতে তামিমের মাস খানেকের মতো লাগবে বলে জানিয়েছেন আকরাম খান, “চিকিৎসকের কাছ থেকে আমরা যেমনটা শুনেছি তা হলো ওর যে অবস্থা। মানে সে তো একজন ক্রিকেটার। ফিটনেসের দিকটা ঠিক আছে। যে অবস্থায় আছে এমন শরীর নিয়ে হার্টে দুটো রিং থাকলেও তার মাঠে ফিরতে তিন মাস নয়, মাস খানেকের মধ্যেই সে তৈরি হয়ে যাবে।”

পারিবারিক ভাবেই তামিম ইকবালকে এবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি রাখছেন আকরামরা। এভারকেয়ারের চিকিৎসা শেষ হলে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।

আকরাম জানিয়েছেন, “আমরা কাউকে ছোট করছি না। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে এভারকেয়ারে আনা কে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা সঙ্গত কারণেই। আপনারা তো দেখেছেনই ওখানে কত লোক আসছিল, একটা সিকিউরিটির ব্যাপার তো থাকে। আবার চিকিৎসা পরবর্তী অনেক ব্যাপার থাকে, সেসব চিন্তা করতে হয়েছে। তো আগে যে অবস্থা আছে এখান থেকে সেরে উঠুক এরপর আমরা বিদেশে নেওয়ার প্রয়োজন হলে নেব।”

এভারকেয়ারে তামিমের অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে। কেপিজে হাসপাতালেই নিজ পায়ে দাঁড়াতে পারছিলেন তামিম। এভারকেয়ারে আরও উন্নত চিকিৎসায় দ্রুত বাসায় ফেরার মতো শারীরিক অবস্থা ফিরে পাবেন এই ব্যাটার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত