১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল ভারত। চেন্নাই টেস্ট তখন বাংলাদেশের নিয়ন্ত্রণে। ওই অবস্থায় রবীন্দ্র জাদেজার সঙ্গে ১৯৯ রানের জুটি গড়ে ম্যাচের চিত্র পাল্টে দেন রবিচন্দ্রন অশ্বিন।
দুর্দান্ত সেঞ্চুরিতে ব্যাটিং সামর্থ্যের প্রমাণ রেখে ‘আসল কাজ’ বল হাতেও রাখেন কার্যকরী ভূমিকা। ব্যাট-বলে অবদান রাখা অশ্বিনকে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতোই গুরুত্বপূর্ণ মনে করেন তামিম ইকবাল।
চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। অশ্বিন ১১৩ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচসেরা। দলের প্রয়োজনে সবসময় জ্বলে ওঠা অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ তামিম। ভারত সিরিজে এই ওপেনার ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। মাঠ থেকেই দেখেছেন অশ্বিন ব্যাট-বলের ঝলক।
ভারতীয় ক্রিকেটের বর্তমান সময়ের কথা বললে সবার আগে আসবে কোহলি ও রোহিতের নাম। সবচেয়ে বড় তারকাও তারা। তামিমের মতে, এই দুইজনের পর্যায়েই রয়েছেন অশ্বিন।
জিও সিনেমা-কে বাংলাদেশি ওপেনার বলেছেন, “সে (অশ্বিন) যা করেছে, এককথায় অসাধারণ। পুরোদস্তুর ব্যাটারের মতো ব্যাট করেছে সে। আমি অন্য একটা দেশ থেকে এসেছি। আমি সবসময়ই বিরাট কোহলি ও রোহিত শর্মার কথা শুনি, তবে আমার চোখে রবিচন্দ্রন অশ্বিনও (তাদের মতো) সমান গুরুত্বপূর্ণ।”
সঙ্গে যোগ করেছেন, “আমরা সবসময় তাদের নিয়ে কথা বলি সেঞ্চুরি কিংবা ৫ উইকেট নিলে। তবে শুধু এই অর্জনের জন্য নয়, ভারতীয় ক্রিকেটে তাদের অবদান সবসময়ই অপরিসীম। এটা (অশ্বিনের অবদান) রোহিতের মতো ও কোহলির মতোই বড়।”
প্রথম টেস্ট হারের পর এখন দ্বিতীয় টেস্টের প্রস্তুতি বাংলাদেশের। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় ও শেষ টেস্ট।