Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সেরা জুটির সঙ্গীকে বিদায়ে পাশে পেলেন ইমরুল

Imrul
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশ ক্রিকেটে ওই রেকর্ড কখনও ভাঙার নয়। ২০১৫ সালে তামিম ইকবাল ও ইমরুল কায়েস খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের জুটি গড়েছিলেন। যা প্রথম উইকেট শুধু নয়, টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি হয়ে আছে আজও।

মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের জন্য নির্ধারিত ড্রেসিংরুম প্রবেশ করতে হলে কাঁচঘেরা ওই বসবার জায়গা পেরিয়ে যেতে হয়। ছোট ওই রুম থেকে বের হয়ে একটি হাঁটার করিডর। এরপর মূল ড্রেসিংরুম। ছোট রুমটি থেকে বের হতেই চোখে পড়বে বিশাল এক ছবি। তাতে ওই ৩১২ রানের জুটির দুই কারিগর নিচ্ছেন সিঙ্গেল।

ইমরুল কায়েসের লম্বা ফরম্যাটের ক্রিকেট ছাড়ার দিনে মিরপুরে উপস্থিত এ ছবির জুটি। এবার উদ্দেশ্য ভিন্ন। ইমরুলের অবসরের দিনে মাঠে তার পাশেই ছিলেন তামিম ইকবাল। তার হাত থেকেই বিদায়ী সম্মাননা ক্রেস্ট হাতে পেয়েছেন ইমরুল। এছাড়া এই ওপেনারের অভিষেকের সময়ের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু উপস্থিত ছিলেন।

জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে খুলনার হয়ে শেষ ম্যাচ খেলছেন ইমরুল। ঢাকা বিভাগের হয়ে প্রথম ইনিংসে অবশ্য ভালো কিছু করা হয়নি তার। ব্যাট হাতে ২৭ বলে ১৬ রান করে ফিরেছেন। দল অলআউট হয়েছে ১৭২ রানে। মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ ৬৯ রান করেন। পরে ঢাকা ৩ উইকেটে ৫৮ রান করতে আলোর স্বল্পতায় শেষ হয় প্রথম দিনের খেলা।

খুলনায় ঢাকা মেট্রোর বিপক্ষে দাপট দেখিয়েছেন সিলেট বিভাগের বোলাররা। নাসুম আহমেদের ১৯ রানে ৪ ও ৩ উইকেট করে নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা। এতে মাত্র ১৩০ রানে অলআউট হয় মেট্রো। পরে সিলেট তাদের প্রথম ইনিংসে ২ উইকেটে ১৩৭ রানে প্রথম দিন শেষ করে।

রাজশাহীতে বরিশাল রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৬৬ রান করে প্রথম দিন শেষ করেছে। আর চট্টগ্রামে বাঁহাতি পেসার ফাহাদ হোসেনের ৫ উইকেটে রাজশাহীকে মাত্র ১১২ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। পরে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৭৩ রান তুলেছে চট্টগ্রাম।       

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত