বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে মাঠ থেকে অবসর নেওয়ার প্রবণতা কম। অনেক ক্রিকেটারকেই নিশ্চুপ অবসরে চলে যেতে হয় বাধ্য হয়ে। দল থেকে বাদ পড়েন একটা সময় এরপর আর ফেরানো হয় না তাকে। নতুনরা চলে আসায় একসময় এমনিতেই ভুলে যেতে হয় ওই ক্রিকেটারকে। বাংলাদেশ ক্রিকেটারদের এই প্রবণতাকে ভুল বলছেন না তামিম ইকবাল। তার দর্শন হলো খেলা ছাড়া এত সহজ না।
ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্যকার হিসেবে আছেন তামিম। দিল্লি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে এসেছিলেন সাংবাদিকদের জায়গা প্রেস বক্সে। সেখানে লম্বা সময় দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এই ওপেনার।
ওই আলোচনাতেই বাংলাদেশ ক্রিকেটারদের মাঠের বাইরে থেকে নিভৃতে হারিয়ে যাওয়ার বিষয়টি উঠে আসে। কেন এমন হয়? এর উত্তরে তামিম বলেছেন, “এটা আসলে একজন ব্যক্তির ওপরই নির্ভর করে। অনেকে প্রথম করতেই পারেন কবে অবসর নেব বা অন্য কেউ নেবে। আপনারা হয়ত গিলক্রিস্টের ওই কথাটা শুনেছেন যে অবসরের পর তার প্রতিদিন খারাপ লাগতো। একটা জিনিস মনে রাইখেন খেলাটা ছাড়া খুব সহজ না। সাথে এটাও গুরুত্বপূর্ণ যে সঠিক সময়ে বিদায় নেওয়া। একেক জনের একেক রকম চিন্তাধারা, কিন্তু আপনি কোনটাকে সঠিক আর কোনটাকে ভুল বলতে পারেন না।”
বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সবশেষ মোহাম্মদ রফিক মাঠ থেকে বিদায় নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে। এরপর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ মাঠ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন। তাদের অবদান নিয়ে তামিম বলেছেন, “ওদের দুজনের অবসরটা সত্যিই একটা বিশেষ কিছু। কারণ ওরা দুজনই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। ওদের অবদান আপনি হয়ত লিখে শেষ করতে পারবেন না। আমরা সত্যিই খুশি যে এমন দুজন ক্রিকেটারের বিদায় মাঠ থেকে দেখছি।”