Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
সাকিব প্রসঙ্গে তামিম

‘একটা জিনিস নিয়ে বারবার গুতান কেন’

সাকিবের সঙ্গে মাঠে কোনো কথা হয়নি তামিম ইকবালের। শনিবার বিপিএলের ম্যাচে, মিরপুরে। ছবি: সকাল সন্ধ্যা
সাকিবের সঙ্গে মাঠে কোনো কথা হয়নি তামিম ইকবালের। শনিবার বিপিএলের ম্যাচে, মিরপুরে। ছবি: সকাল সন্ধ্যা
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

সংবাদ সম্মেলনে প্রশ্নটা করতেই একটু বিরক্ত মনে হলো তামিম ইকবালকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের প্রথম ম্যাচে শনিবার তামিমের ফরচুন বরিশাল ৫ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে। খোশ মেজাজে সংবাদ সম্মেলন করতে আসা তামিম বেশিরভাগ প্রশ্নই হাসিমুখে উত্তর দিলেন।

কিন্তু মাঠে সাকিবের সঙ্গে কোনও কথা হয়েছে কিনা, এমন প্রশ্নে সরাসরি জানিয়ে দেন তার উত্তর।

সংবাদ সম্মেলনের মাঝপথে একবার এই প্রশ্নের একটি বাক্যে উত্তর দেন তামিম। সরাসরি বলেন, “না, কোনও কথা হয়নি।”

এরপর সংবাদ সম্মেলনের শেষ ভাগে আরেক সাংবাদিকের একই রকম প্রশ্নে একটু বিরক্তিভরেই উত্তর দিলেন।

প্রশ্নকর্তার উত্তরে বলেন, “আমি মনে করি এটা অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনারা সবাই সবকিছু জানেন, কেন একটা জিনিস নিয়ে বারবার গুতান? ওরে (সাকিবকে) জিজ্ঞাসা করুন, যদি কিছু জিজ্ঞাসা করতে চান।”

আসলে ম্যাচ ছাপিয়ে শনিবার মিরপুর স্টেডিয়াম অঙ্গনে ‘টক অব দ্য সাবজেক্ট’ ছিল সাকিব-তামিমের কথা বলার প্রসঙ্গ।

এমনিতেই তামিম-সাকিবের দূরত্ব বেশ কিছু দিন ধরে চলছে। অনেকে হয়তো আশায় ছিলেন বিপিএলের ম্যাচে মুখোমুখি হয়ে পুরোনো দুই বন্ধু সৌজন্যতার খাতিরেও হয়তো কথা বলবেন। কিন্তু সে সবের কিছুই হয়নি।

তামিম যখন ব্যাট করেছেন, অন্য বোলারদের সঙ্গে সাকিবকেও সামলাতে হয়েছে। কিন্তু সাকিবের বলে কোনো চার-ছক্কা হাঁকাতে পারেননি তামিম।

মাঠেও দুজনের পারফরম্যান্স ছিল বিপরীতমুখী। ব্যাট হাতে সাকিব মাত্র ২  রানে আউট হন। বোলিংয়ে অবশ্য ১৬ রানে নেন ২ উইকেট।

তামিম ওপেনিংয়ে নেমে করেন ৩৫ রান। দলের জয়ের জন্য যেটা ছিল যথেষ্ট সহায়ক।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত