Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

কিংস অ্যারেনায় তামিমের প্রথম ফুটবল অভিজ্ঞতা

BB
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

ছেলে আরহাম ইকবাল খান মাঝে মধ্যেই এসে বসুন্ধরা কিংসে ফুটবল খেলেন। তামিম ইকবালের ৯ বছরের ছেলে ফুটবলের দারুণ ভক্ত। ছেলের সঙ্গে এবার বসুন্ধরা কিংসে এসে মালদ্বীপ-বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দেখলেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল।

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল ও সহ-সভাপতি ফাহাদ করিমের পাশে বসে বাংলাদেশের ফুটবল উপভোগ করেন তামিম।

বাংলাদেশের ফুটবল দেখে মুগ্ধ এই ওপেনার। পাশাপাশি বসুন্ধরা কিংসের স্থাপনা ও স্টেডিয়াম নিয়েও প্রশংসা ঝরল তামিমের কন্ঠে, “এখানকার পরিবেশ অসাধারণ। বসুন্ধরা কিংসকে আমি আবারও কৃতিত্ব দিব যেভাবে তারা এই স্টেডিয়াম তৈরি করেছে। শুধু স্টেডিয়াম না আশপাশে যেসব সুযোগ সুবিধা আছে সেটা তো অবিশ্বাস্য।”

বাংলাদেশ শুরুতে পিছিয়ে পড়লেও মজিবর রহমান জনির গোলে সমতায় ফেরে। এরপর তামিম বলেন, “এখানে খেলা দেখতে পেরে খুব ভালো লাগছে। আমার জন্য এটা প্রথমবার। তবে আমার ৯ বছরের ছেলে এখানে এসেছে অনেক বার। ফুটবলে যারা বাংলাদেশের সাপোর্টার আছেন তারা যেন পরিবারের সদস্য স্ত্রী, শিশুসহ সবাই মাঠে আসে এবং দলকে সমর্থন করে। এটাই আমি চাইবো। যখন এরা সবাই আসবে সমর্থন করবে তখনই বাংলাদেশে ফুটবল এগিয়ে যাবে। কোনও সন্দেহ নেই বাংলাদেশে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেটেও অনেকে ভালোবাসে। কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে ফুটবল অনেক এগিয়ে।”  

তিনি এরপর যোগ করেন, “আশা করি আজকের রেজাল্ট বাংলাদেশের পক্ষে যাবে। যখন ক্রিকেট হবে তখন ফুটবলাররা এসে আমাদের সমর্থন করবে। আমাদেরও দায়িত্ব যেন এভাবে মাঠে আসি। শুধু একা না পরিবার নিয়ে মাঠে এসে ফুটবলারদের সমর্থন করি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত