Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বরিশালের তামিম-মিজান জুটি এবার গুলশান ক্লাবে

গুলশান ক্রিকেট ক্লাবে অর্থায়ন করছেন তামিম ইকবাল ও মিজানুর রহমান।
গুলশান ক্রিকেট ক্লাবে অর্থায়ন করছেন তামিম ইকবাল ও মিজানুর রহমান।
[publishpress_authors_box]

বিপিএলের সফল দল এখন ফরচুন বরিশাল। বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান যেমন দল পরিচালনায় মাঠের বাইরে দেখিয়েছেন পেশাদারিত্ব তেমনি অধিনায়ক তামিম ইকবাল মাঠে দেখিয়েছেন মুন্সিয়ানা। তাতে টানা দ্বিতীয়বার বিপিএল জিতেছে বরিশাল।

এবার তামিম-মিজান জুটি নাম লেখাতে চলেছেন প্রিমিয়ার লিগেও। তারা যৌথ বিনিয়োগ করছেন গুলশান ক্রিকেট ক্লাবে। তাতে এই ক্লাবের কাউন্সিলরও হবেন তামিম বা মিজানুর রহমানের কোন একজন।

ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে তামিমের বোর্ড সভাপতি হওয়ার। এজন্যই কি গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হতে চান তিনি? তামিম অবশ্য কাউন্সিলর হওয়াটাই নিশ্চিত করেননি গণমাধ্যমে। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক শুধু বলেছেন, ‘‘আমি ও মিজান ভাই দুজন মিলে গুলশান ক্রিকেট ক্লাবে অর্থায়ন করবো বা করতে যাচ্ছি। আমাদের মধ্যে কে কাউন্সিলর হবেন, তা ঠিক হয়নি। আমরা ক্লাবটির দায়িত্ব নিয়েছি সেটাই শেষ কথা।’’

মিজানুর রহমানের কণ্ঠেও একই সুর, ‘‘তামিম আর আমি ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ক্লাবের সব ব্যয় আমরা বহন করব। তবে কে কাউন্সিলর হবে সেটা চূড়ান্ত হয়নি।’’

গুলশান ক্রিকেট ক্লাব ডিপিএলের জন্য খেলোয়াড় দলে ভিড়িয়েছে এরই মধ্যে। আবাহনী ছেড়ে এই ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তবে কোচ আর খেলোয়াড় নিয়ে কোন হস্তক্ষেপ করতে চান না তামিম-মিজান দুজনই। এবারের মৌসুমে চুক্তিবদ্ধ হওয়া সবাই খেলবেন বলে নিশ্চিত করেছেন তারা। দেখা যাক বিপিএলে বরিশালের মতো ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাব সাফল্য পায় কিনা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত