Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

স্টোকসের ডাকে ফিরেছিলেন মঈন, শান্তর ডাকে তামিম ফিরবেন?

tt1
[publishpress_authors_box]

টেস্ট ছেড়ে দিয়েছিলেন মঈন আলী। গত অ্যাশেজের আগে তার অভাবটা বুঝতে পারছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। মঈনকে ফেরার অনুরোধ জানিয়ে স্টোকস ছোট্ট করে খুদে বার্তা পাঠান ‘‘মঈন, অ্যাশেজ’’।

অধিনায়কের ডাকে সাড়া দিয়ে ফেরেন মঈন। একইভাবে ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার ফেরার অনুরোধ জানান বেন স্টোকসকে। কারণ এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। অধিনায়কের ডাকে সাড়া দিয়ে বল করার মত ফিট না হয়েও শুধু ব্যাটার হিসেবে বিশ্বকাপটা খেলেন স্টোকস।

তাহলে স্টোকস-বাটলারের পথটাই কি অনুসরণ করলেন বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত? মিরপুরে প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচ শেষে ছড়িয়ে পড়েছে এই গুঞ্জন।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করার দিনে ফেইসবুকে এই ছবি পোস্ট করে তামিম ইকবালকে শুভেচ্ছা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ছবি : ফেইসবুক

কারণ ম্যাচে শেষে আবাহনীর ড্রেসিংরুমে এসেছিলেন তামিম ইকবাল। শেরেবাংলা স্টেডিয়ামের ভিউইং এরিয়ায় বসে কথা বলেছেন নাজমুল হোসেন শান্তর সঙ্গে। ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গেও বসেছিলেন শান্ত, সেখানে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তামিম বিসিবি কার্যালয়ে কথা বলেছেন জালাল ইউনুসের সঙ্গেও। তার জাতীয় দলে ফেরার অংশই হচ্ছে এই আলোচনা।

কিছুদিন আগেও জালাল ইউনুস এবং বিসিবির আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজের সঙ্গে কথা বলেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার মনোভাব জেনে সেটা বিসিবি সভাপিত নাজমুল হাসান পাপনকে জানিয়েছেন দুজন।

আসলে বয়স আর ফিটনেসের জন্য তামিম টেস্ট খেলতে চান না আর। বিসিবিও তাতে একমত। তবে অন্তত ওয়ানডে তো তামিমকে চাইতেই পারে বিসিবি। বিশেষ করে ওপেনার লিটন দাস যখন ফর্ম হারিয়ে বসেছেন।

এরই ধারাবাহিকতায় তামিমের সঙ্গে মিরপুরে কথা বলেছেন শান্ত। ২২ এপ্রিল কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফিরলে তার সঙ্গেও বিসিবি আলোচনায় বসাতে চায় তামিমকে।  কেননা ফিরতে গেলে তামিমের চাওয়া কোচিং স্টাফ ও দলের খেলোয়াড়দের সম্মান। শান্তর সঙ্গে আলোচনায় এটা স্পষ্ট, ক্রিকেটাররা উষ্ণ অভ্যর্থনা দিতে প্রস্তুত তামিমকে।

তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিমের সঙ্গে কী কথা হয়েছে সেটা এড়িয়ে গেলেন শান্ত, ‘‘এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক।’’

এরপর শান্ত যোগ করেন, ‘‘ভাই, আমি এমনি একটু আড্ডা দিয়েছি। ওই রকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন। আমরা ক্রিকেট নিয়ে আলাপ-আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু তা নয়। জাস্ট দেখা করা।’’

তবে তামিম দলে থাকলে যে ধুঁকতে থাকা তরুণদের জন্য সুবিধা হবে সেটা মেনে নিয়েছেন শান্ত, ‘‘হ্যাঁ, ওয়ানডে তো অনেক পরে এই মুহূর্তে ওইটা নিয়ে পরিকল্পনা নেই কিন্তু উনার যে অভিজ্ঞতা আছে অবশ্যই উনি থাকলে দলের অনেক লাভ হয়। বিশেষ করে জুনিয়র খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারে। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’’

তামিমের ব্যাটিং কেমন দেখছেন, এমন প্রশ্নে শান্তর সপ্রতিভ উত্তর, ‘‘ আমার দেখাটা তো গুরুত্বপূর্ণ না কারণ এটা নির্বাচকরা দেখবেন। কিন্তু আমি একজন খেলোয়াড় হিসেবে ছোট বেলা থেকেই উনাকে দেখে আসছি, যখনই উনি ব্যাটিং করেন উপভোগ করি।’’

তামিম ফিরলে ভালো লাগবে কিনা, জানতে চাইলে শান্ত বললেন, ‘‘অবশ্যই, ভালো তো লাগবেই। সভাপতি স্যার যেটা বলেছেন সত্যি বলতে আমি জানি না এটা বলেছেন। কিন্তু তামিম ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে আমি একটু আগে যেটা বললাম নতুন যারা খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছে।’’

প্রশ্ন হচ্ছে স্টোকসের ডাকে যেমন সাড়া দিয়েছিলেন মঈন আলী, এখন শান্তর ডাকে কি সাড়া দিবেন তামিম? নাকি আন্তর্জাতিক অঙ্গনে ফেরার অবস্থায় আছেন কিনা সেটা আরও একটু যাচাই করবেন ঘরোয়া ক্রিকেট খেলে?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত