Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

সাকিব টেস্ট ইতিহাসেরই সেরা ৫ অলরাউন্ডারের একজন : তামিম

s1
[publishpress_authors_box]

২৬ সেপ্টেম্বর। এক বছর আগে-পরের এই দিনটা কাকতালীয়ভাবে মিলিয়ে ‍দিয়েছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে। গত বছর ২৬ সেপ্টেম্বর ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল বিসিবি। সেখানে ছিলেন না তামিম ইকবাল। এরপর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তামিম। ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তিনি।

এক বছর পরের ২৬ সেপ্টেম্বর আকস্মিকভাবেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। তারিখটা কাকতালীয়ভাবে মিলিয়ে দিয়েছে দুজনকে। সাকিবের অবসর নিয়ে শুক্রবার ধারাভাষ্যে কথা বলেছেন তামিম।

বাংলাদেশের এই তারকাকে শুধু গত ২০ বছরের নয় টেস্ট ইতিহাসেরই সেরা পাঁচ অলরাউন্ডারের একজন মনে করেন তামিম, ‘‘সাকিব শুধু গত ২০ বছরে সেরা পাঁচ অলরাউন্ডারদের একজন নয়, সে টেস্ট ইতিহাসেরই সেরা পাঁচ অলরাউন্ডারের একজন।’’

অলরাউন্ডারদের মধ্যে টেস্টে দ্রুততম ৩০০০ রান ও ২০০ উইকেট নিয়েছেন সাকিব (৫৪ ম্যাচে)।

টেস্টে সাকিবের রান ৪৬০০ ও উইকেট ২৪২টি। অলরাউন্ডারদের মধ্যে টেস্টে দ্রুততম ৩০০০ রান ও ২০০ উইকেট নিয়েছেন সাকিব (৫৪ ম্যাচে)। এই ডাবলের কীর্তি আছে কেবল পাঁচ জনের। বাঁ-হাতি বোলারদের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৭০৬ উইকেট তার। এমন কিংবদন্তিকে সেরা পাঁচ অলরাউন্ডারের একজন ভাবাটা বাড়াবাড়ি নয় মোটেও।

তামিম কথা বলেছেন সাদমান ইসলামের এবলিডব্লিউ নিয়েও। ১৩তম ওভারে আকাশ দীপের লেংথ বল একটু লাফিয়ে খেলতে গিয়েছিলেন সাদমান, যা লাগে তার প্যাডে। খালি চোখে মনে হচ্ছিল বলটা লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। বোলার আকাশ দীপের আত্মবিশ্বাসী আপিলে রিভিউ নেন রোহিত শর্মা।

বল–ট্র্যাকিং প্রযুক্তিতে দেখা যায় বলটা লেগ স্টাম্পেই আঘাত হানত। এরপর আম্পায়ার রিচার্ড কেটেলবরো নিজের সিদ্ধান্ত বদলে আউট দেন সাদমানকে। বিস্ময় জানান রোহিত শর্মাও। এ নিয়ে বল–ট্র্যাকিং প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুলে ধারাভাষ্যে তামিম বলছিলেন ‘‘মনে হচ্ছিল বলটা লেগ স্টাম্প দিয়ে বের হয়ে গেছে। কিন্তু অন্য সিদ্ধান্ত দিয়েছে ডিআরএস।’’

তামিমের সঙ্গেই তখন ছিলেন ভারতীয় সাবেক অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী। তিনি তামিমের সঙ্গে দ্বিমত জানিয়ে বলেন, ‘‘ডিকে (দিনেশ কার্তিক) ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে বলেছে। বল সব সময় একদম সোজা থাকে না। এজন্য মনে হতে পারে বলটা বেরিয়ে যেত। কানপুরে বাউন্স নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই। ভারতীয় দলও বিস্মিত হয়েছে। শুধু একজনই বিশ্বাস করেছিল এটা আউট, আর ও আকাশ দীপ।’’

তামিম মন্তব্য করেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে নিয়েও। কোনো সিরিজ হারলেই যে আসল চেহারাটা বের হয়ে আসে তামিম স্মরণ করিয়ে দিয়েছেন সেটা, ‘‘যখন আপনি জিততে থাকবেন, তখন তার আসল চরিত্র বুঝতে পারবেন না। তবে আপনি একটা সিরিজ হারবেন, তারপর আরেকটি, তখনই আসল চেহারা বেরিয়ে আসবে। গম্ভীর নিঃসন্দেহে যোগ্য ব্যক্তি। তবে ভারত একটা ম্যাচ খারাপ খেললে বোঝা যাবে তখনই।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত