আগের ম্যাচ শেষে সাকিব আল হাসানের সেরা একাদশে থাকা নিয়ে দ্বিমত করেছিলেন তামিম ইকবাল। নিজের মতামতের কারণ ব্যাখ্যা করেও জানিয়েছেন বাংলাদেশ ওপেনার। ক্রিকইনফোর বিশ্বকাপ অনুষ্ঠানে তামিমের সেই মন্তব্যের কারণ সাকিবের বিশ্বকাপ ফর্ম।
চলতি আসরে দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মোটেও আশানুরূপ পারফরম্যান্স নেই সাকিবের। এমন অবস্থায় ক্রিকেটাঙ্গনে তার একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসব প্রশ্নকে পাত্তা দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অলরাউন্ডারের ওপর পূর্ণ আস্থার কথাই বলেছেন তিনি।
এবার তামিমও শান্তর সঙ্গে সুর মেলালেন। সাকিবের দুঃসময়ে পাশে দাঁড়ালেন। ক্রিকইনফোতে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে সাকিবের ওপর প্রত্যাশা সম্পর্কে এই ওপেনার বলেছেন, “লম্বা সময় ধরে সে বাংলাদেশের সেরা খেলোয়াড়। দলকে সে অনেক কিছু দিয়েছে। তার ব্যক্তিগত অর্জনও অনেক। গত এক বছর ধরে সে রান পাচ্ছে না। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস, ব্যাট বা বল হাতে অবদান রাখার একটা উপায় সে বের করবে।”
লাইভ অনুষ্ঠানের সাকিবের জন্য তামিমকে কিছু পরামর্শ দিতে বলেন সঞ্চালক। এর জবাবে তামিম বলেছেন সাকিবের অভিজ্ঞতা তার পরামর্শের চেয়ে বেশি, “ সাকিব তার ক্যারিয়ারে এমন বাজে সময়ের মুখোমুখি অনেকবারই হয়েছে। তার অভিজ্ঞতা অনেক, এজন্য আমি নিশ্চিত যে এই অবস্থা থেকে সে বেরিয়ে আসবে।”