Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

তামিম-মুশফিক এবার মোহামেডানে

Tamim
Picture of শিহাব উদ্দিন

শিহাব উদ্দিন

[publishpress_authors_box]

চলছে জাতীয় ক্রিকেট লিগ। ঘরোয়া ক্রিকেট মৌসুমে প্রথম শ্রেণির এই আসরে পর নতুন টুর্নামেন্ট জাতীয় টি-টোয়েন্টি লিগ মাঠে গড়াবে। ঘরোয়া ক্রিকেটের এই ডামাডোলের আড়ালে ঢাকা প্রিমিয়ার লিগের দল গোছানোর কাজে নেমে পড়েছে ক্লাবগুলো।

ওই প্রতিযোগীতায় সবচেয়ে এগিয়ে ঢাকা মোহামেডানে। ঐতিহ্যবাহী ক্লাবটি ইতিমধ্যে দল গুছিয়ে ফেলেছে অনেকটাই। গত দুই মৌসুম ধরে সাকিব আল হাসান সহ তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে মোহামেডান। এবার চমক আরও বাড়ছে।

চমক উপহার দিয়ে মোহামেডান ডেরায় ফিরেছেন তামিম ইকবাল। সেই সঙ্গে মুশফিকুর রহিমও ফিরছেন মোহামেডানে। এছাড়া অপর নতুন চুক্তি তাইজুল ইসলাম। আগে থেকেই দলটিকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ ও ইমরুল কায়েস। তামিম-মুশফিক-তাইজুলকে নিয়ে সামনের ডিপিএলে অন্যতম অভিজ্ঞ দল হবে মোহামেডান।

নতুন তিন ক্রিকেটারের চুক্তি হয়ে গেছে বলে সকাল সন্ধ্যাকে জানিয়েছেন ক্লাব সংশ্লিষ্ট একটি সূত্র। গত আসরগুলোর মতো এবারও আনুষ্ঠানিক আয়োজন করে তামিম-মুশফিকদের হাতে মোহামেডান জার্সি তুলে দেওয়া হবে শীঘ্রই।

গত কয়েক মৌসুম ধরে প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন তামিম-মুশফিক। এ দুজনের পাশাপাশি আবাহনী ক্লাব ছেড়ে দিচ্ছেন তাওহিদ হৃদয়। তরুণ মিডলঅর্ডারের লিজেন্ডস অব রূপগঞ্জে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আবাহনী ক্লাব দল গোছানোর দিক থেকে সবচেয়ে পিছিয়ে। এখনও দলবদলের প্রস্তুতিই শুরু করেনি তারা।

এদিকে দেশের মাটিতে টেস্ট খেলতে না পারা সাকিব আল হাসানের আসন্ন বিপিএলেও খেলার সম্ভাবনা নেই। সেই হিসাবে আগামী বছরের ডিপিএলেও খেলা হবে না দেশ সেরা অলরাউন্ডারের। সেই সঙ্গে মাশরাফি বিন মর্তুজারও ডিপিএল খেলার সম্ভাবনা কম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত