বিপিএল এবার অনেকটাই গোছানো। অনেক আগেই ঘোষণা হয়েছে সূচি। সম্প্রচারে থাকছে সব ধরনের প্রযুক্তি। তবে টাইটেল স্পন্সর এখনও পাওয়া যায়নি। সেই সঙ্গে জানা যায়নি দলগুলোর অধিনায়কের নাম।
সাত দলের কেউই আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেননি। আগ্রহের বিষয় হলো, তামিম ইকবাল ও সাকিব আল হাসান নিজ নিজ দলের নেতৃত্বে থাকবেন কিনা। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে সম্ভবত এই দুজনের কেউই নেতৃত্ব নিতে আগ্রহী নন।
ফরচুন বরিশালের গুরুত্বপূর্ণ সদস্য মেহেদী হাসান মিরাজ যেমন বললেন, তাদের আইকন তামিম নিতে চাইছেন না নেতৃত্ব। উল্টো তামিম চাইছেন, মিরাজ যেন বরিশালের অধিনায়ক হন।
ছুটি শেষে আজ (মঙ্গলবার) মিরপুরে অনুশীলনে এসে এমনটাই জানালেন মিরাজ, “এটা (অধিনায়কত্ব) নিয়ে এখনও আমি কিছু জানি না। এটা সম্পূর্ণ দলের মালিকের সিদ্ধান্ত। তামিম ভাই আমাকে বলেছিলেন, ‘তুই করলে ভালো হয়।’ তিনি চাইছেন যেন আমিই করি। তারপরও এটা দলের মালিকের সিদ্ধান্ত।”
বিদেশি তারকাদের মধ্যে দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলারকে নিশ্চিত করেছে বরিশাল। পাশাপাশি অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলকেও পেতে চেষ্টা করছে দলটি। তবে এই ক্রিকেটাররা পুরো মৌসুম খেলতে পারবেন না।
বিদেশি ক্রিকেটারদের প্রসঙ্গে মিরাজের বক্তব্য, “তারা (বরিশাল ফ্র্যাঞ্চাইজি) কথা বলেছে (ম্যাক্সওয়েল ও মিলারের সঙ্গে)। তারা ফ্রি থাকলে খেলতে পারবে। যেহেতু সব জায়গায় খেলা আছে। আমাদের যে দলটা গড়া হয়েছিল, অনেক ক্রিকেটারকে অনেক সময় পাবো না।”
বিদেশি ক্রিকেটারদের নিয়ে এমন অনিশ্চয়তা গত মৌসুম থেকে। ২০২৩ থেকেই বিপিএলের সময়ে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতে দুটো টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু হয়েছে। তাই ক্রিকেটারদের পাওয়া কঠিন হয়ে গেছে।
তাই বিপিএলকে আরও ভালো একটা সময়ে আয়োজন করার আহ্বান মিরাজের, “যারা বিপিএল করছে তারা যদি এসব বিষয় নিয়ে চিন্তা করেন যে, একটা টাইমে হয়তো বিশ্বে ছয়টা লিগ চলছে। যখন তিনটা লিগ থাকবে ওই সময়ে যদি আমাদের বিপিএল হয়, তখন আমরা অনেক খেলোয়াড় পাবো।”