যুব দলের ক্রিকেটাররা এবার হাত খুলতে মারতে পারবেন। কারণ তাদের হাতে বিশ্বখ্যাত সিএ কোম্পানির ব্যাট। আর এটা তামিম ইকবালের পক্ষ থেকে তাদের জন্য উপহার।
আজ সকালে বিপিএলের জন্য প্রথমবার অনুশীলনে এসে তরুণদের ব্যাট উপহার দিয়েছেন তামিম।
বিশ্বখ্যাত ব্যাট প্রস্তুতকারক কোম্পানিগুলো আলাদা ভাবে ব্যাটারদের সঙ্গে চুক্তি করে থাকে। কিন্তু যুব পর্যায়ে ক্রিকেটারদের সঙ্গে বড় মানের ব্যাট কোম্পানির চুক্তি করতে দেখা যায় না খুব একটা।
বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররাও সেই সুবিধা পেতেন না। নিজ উদ্যোগে ভালো ব্যাট কিনতে হতো তাদের।
শিবলী-জিসান-আরিফুলরা সেদিক থেকে ভাগ্যবান। জাতীয় দল ওপেনার তামিম ইকবাল যে মানের ব্যাট দিয়ে খেলেন ঠিক সেই মানের সিএ ব্যাট পাচ্ছেন তারা।
যুব বিশ্বকাপ সামনে রেখে দলের নির্বাচক সাবেক ওপেনার হান্নান সরকার তামিমের কাছে চারটি ব্যাট চেয়েছিলেন। যুব দলের সেরা চার ব্যাটারকে দেয়া হবে সেই ব্যাটগুলো।
কিন্তু তামিম বোর্ড প্রধান নাজমুল হোসেন পাপনের সঙ্গে আলোচনা করে নিজ উদ্যোগে সিএ কোম্পানি থেকে যুব দলের সব ক্রিকেটারদের ব্যাটের ব্যবস্থা করে দিলেন।
কিছুদিন আগে ব্যক্তিগত কাজে দুবাই গিয়েছিলেন তামিম। সেখান থেকেই ব্যাটগুলো নিজে গ্রহণ করেন। আজ সকালে মিরপুরে অনুশীলনের সময় যুব ক্রিকেটারের সবাইকে সিএ ব্যাট উপহার দেন তামিম।