বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় পরিবর্তন হতে যাচ্ছে বুধবার। নতুন সভাপতির ঘোষণার পাশাপাশি কিছু পরিচালক পদেও পরিবর্তন আসবে। এই নতুন পরিচালকদের পদগুলোতে কে আসবেন এ নিয়ে চলছে নানা গুঞ্জন। ওসব ডালপালা মেলে তামিম ইকবালকে নিয়ে এসেছে পরিচালকের তালিকায়। তবে বাঁহাতি ওপেনার নিজেই অস্বীকার করেছেন ব্যাপারটা। তামিম নিজেই জানিয়েছেন এই ব্যাপারটি – সত্যি না।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কাঠামো দেখতে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই সময় ক্রীড়া উপদেষ্টার পাশে থেকে পুরো স্টেডিয়ামসহ বিভিন্ন কাঠামো ঘুরিয়ে দেখিয়েছেন তামিম ইকবাল। সেই থেকে বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে তামিমকে দেখার গুঞ্জনটি তৈরি হয়।
বিসিবির পরিচালক পদে তামিমকে দেখা যাবে কিনা এই প্রশ্ন ওঠলে এই ওপেনার সকাল সন্ধ্যাকে বলেছেন, “না। এই খবরটি সত্যি না। এটুকু বললাম। আর এখন আর কোন বিষয়ে কিছু বলতে চাই না।”
তামিম ইকবালের পরিচালক হওয়ার সম্ভাবনা এমনিতেও কম। তাহলে এই ব্যাটারের ক্রিকেট ক্যারিয়ার ছোট হয়ে আসতে পারে। সাবেক বাংলাদেশ অধিনায়ককে পরিচালক নয় বরং আগামী বছরের আগেই মাঠে দেখার সম্ভাবনা জেগেছে।
এর কারণ নতুন সভাপতি। বিসিবির নতুন সভাপতির ঘোষণা এলে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইস্যুর একটা সুরাহা হবে। নাজমুল হাসান পাপন থাকতে এই ইস্যু নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা শুধু পেছাচ্ছিল বিসিবির সঙ্গে তামিমের বৈঠকের উছিলায়।
গত মার্চে ওই বৈঠক হলে জানা যায় অন্তত চলতি বছর তামিম ইকবালের বাংলাদেশের জার্সিতে ফেরার সম্ভাবনা নেই। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন তামিম। বিসিবিতে পরিবর্তনের সঙ্গে তামিমের ক্রিকেটে ফেরার সময়টাও এগিয়ে আসতে পারে।