Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

তানজিদের বুদ্ধির তারিফ আইসিসির

টট১
[publishpress_authors_box]

বল হেলমেটে লাগলেই ফিল হিউজের মর্মান্তিক ঘটনাটা সামনে ভাসে অনেকের। মাঠে লুটিয়ে পড়ে মারা গিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। এরপর সতর্কতার জন্য বল হেলমেটে লাগলে কনকাশন পরীক্ষা ও বদলির নিয়ম করেছে আইসিসি।

কাল নেদারল্যান্ডসের বিপক্ষে ভিভিয়ান কিংমার করা পঞ্চম বলটি তানজিদ তামিমের হেলমেটে আঘাত করে। ২৩ বছর বয়সী ব্যাটারের হেলমেটের গ্রিলে আটকে যায় বলটি। সেই সুযোগে হেলমেটে আটকে যাওয়া বল ধরেও আউটের আবেদন করতে পারত ডাচরা। 

তানজিদ তামিম সেই সুযোগ দেননি। হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করে দেন ছোট তামিম। তার এই বুদ্ধিতে মুগ্ধ হয়েছে আইসিসিও। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্যাপশনে লিখেছে, ‘‘শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা’’।

তানজিদ এই ঘটনা নিয়ে বলেন, ‘‘বলটা বাড়তি বাউন্স করার ঠিকমতো ব্যাটে-বলে করতে পারিনি। হেলমেটে আটকে যায় সেটা। আমি ঠিক ছিলাম। ভাবছিলাম, বল হয়তো ওপরে উঠে গেছে। পরে দেখি চোখের সামনে হেলমেটে আটকে আছে। ওই সময় আমি ভাবলাম, প্রতিপক্ষ দলের কেউ হয়তো বল ধরে আবেদন করতে পারে। তাই হেলমেট খুলে মাটিতে রাখি।’’

 তাতে ডেড হয়ে যায় বলটা। তখন চাইলেও আর আপিল করার সুযোগ ছিল না ডাচদের। ছোট তামিমের এই তাৎক্ষণিক বুদ্ধিরই তারিফ করেছে আইসিসি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত