নেপালকে হারিয়ে সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশটির বিপক্ষে অল্প রানের পুঁজি নিয়েও অনন্য কয়েকটি রেকর্ড গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। দেখে নেওয়া যাক।
১০৬
পুঁজি মাত্র ১০৬ রান। এত কম রান নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে জয় পায়নি আর কোনও দল। এর আগে ১১৩ রান নিয়ে জয়ের ইতিহাস ছিল দক্ষিণ আফ্রিকার। সেটাও এবারের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেই।
আইসিসির সহযোগী কোনও দেশের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর আবার ১০৬। আগের সর্বনিম্ন ছিল ২০১৪ বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে ১০৮ রান।
এছাড়া ১০৬ রান বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশের বিপক্ষে কোনো পূর্ণ সদস্য দেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।
২১
নেপালের বিপক্ষে ২টি মেডেনসহ মাত্র ৭ রান দিয়েছেন তানজিম হাসান সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের এক ইনিংসে দুই মেডেন তার।
তানজিম এই ইনিংসে ডট বল করেছেন ২১টি। বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে ২১টি ডট করলেন তিনি। বিশ্বকাপে ২০টি করে ডটের কীর্তি আছে ৯ বোলারের, এর একজন মোস্তাফিজুর রহমান।
নেপালের বিপক্ষে আজকের ম্যাচে মোস্তাফিজ করেছেন ২০টি ডট।
৩
তৃতীয়বার একই ম্যাচে দুই দলই অলআউট হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে । আজ বাংলাদেশ-নেপাল, ২০১০ সালে পাকিস্তান-নিউজিল্যান্ড ও ২০১৪ সালে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড -শ্রীলঙ্কা।
এছাড়া এবারই প্রথম বিশ্বকাপে প্রথমবার ৩টি ম্যাচ জিতল বাংলাদেশ। বাংলাদেশ ২টি করে ম্যাচ জিতেছিল ২০১৪, ২০১৬, ২০২১ ও ২০২২ বিশ্বকাপে।