Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

তাঁতীবাজারে পূজামণ্ডপে ছিনতাই : গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

Tantibazar-remand
[publishpress_authors_box]

দুর্গাপূজার মহাষ্টমীর দিন পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিন জনকে রবিবার এক দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

তারা হলো- আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক শিব্বির আহমেদ এদিন তাদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. মোশাররফ হোসেনের আদালত এক দিন মঞ্জুর করে।

আসামিদের পক্ষের কোনও আইনজীবী আদালতে ছিলেন না।

মামলায় বলা হয়েছে, তাঁতীবাজার ১৭ নম্বর পূজামণ্ডপের পেছনে গত শুক্রবার রাত ৮টার দিকে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে ছিনতাইকারীরা তাদের চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে পাঁচজন আহত হয়।

এসময় স্থানীয়দের সহায়তায় তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে একটি চেইন ও চাকু উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তরল পদার্থভর্তি একটি বোতল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মো. রুশদ হাসান বাদী হয়ে গতকাল মামলাটি করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত