Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
বললেন তানজিম সাকিব

মাশরাফি যোদ্ধা মাশরাফি নেতা

ma
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

ফিটনেস প্রায় শূন্যের কোটায়। এমন ফিটনেস নিয়ে বিপিএল খেলায় মাশরাফি বিন মর্তুজার সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানও সন্তুষ্ট নন আনফিট মাশরাফিকে নিয়ে। তবে মারাফিকে আদর্শ করে বেড়ে ওঠা পেসার তানজিম সাকিব কোন সমালোচনাই পাত্তা দিচ্ছেন না।

বৃহস্পতিবার সিলেটে অনুশীলন করেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির পেসার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ভূয়সী প্রশংসাই করলেন মাশরাফির, ‘‘মাশরাফি ভাই যোদ্ধা এবং উনি নেতা। আমি ছোটবেলা থেকে উনার খেলা দেখে দেখেই বড় হয়েছি। মাশরাফি ভাই-সাকিব ভাই, উনাদের খেলা দেখে দেখে বড় হয়েছি। আপনি জানেন উনার পায়ে অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে এরপরেও দেশের জন্য খেলে গেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা।’’

এবারের বিপিএলে বল হাতে তেমন কিছু করতে পারেননি মাশরাফি। ব্যর্থ ব্যাট হাতেও। তবু অধিনায়ক মাশরাফিকে নিয়ে তানজিম সাকিব উচ্ছ্বসিত, ‘‘গতবছর মাশরাফি ভাই আমাদের পুরোটা বিপিএল লিড করেছেন এবং আমরা ফাইনাল পর্যন্ত খেলেছিলাম। সুতরাং একজন লিডার হিসেবে তিনি সেরা। তিনি যে খেলছেন এটা টিম ম্যানেজমেন্টের বিষয় আসলে।’’

শুক্রবার মাশরাফির খেলা নিয়ে জানালেন, ‘‘সেটা টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। সিলেটে আমরা যখনই খেলতে আসি, আমরা অনেক ভালো দর্শক পাই। অবশ্যই সেটা আমাদের অনেক বেশি উৎসাহ দেয়।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত