Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ভুল জায়গায় মনোনয়ন প্রত্যাহারের আবেদন তরফদারের

তরফদার রুহুল আমিন।
তরফদার রুহুল আমিন।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গত নির্বাচনে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তরফদার রুহুল আমিন। শেষ পর্যন্ত অবশ্য সরে দাঁড়ান তিনি। এবারও সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেও তিনি মনোনয়ন ফর্ম কিনেন সিনিয়র সহ-সভাপতি পদের।

একই পদে নির্বাচনের জন্য ফর্ম কিনেছিলেন ইমরুল হাসান। তাবিথ আউয়াল সভাপতি পদে ফেবারিট হওয়ায় সিনিয়র সহ-সভাপতি নিয়ে তৈরি হয় আলোচনা। ইমরুল হাসান সরে যাওয়ার জন্য নানামুখী চাপে থাকলেও শেষ পর্যন্ত তিনি দৃঢ় ছিলেন নির্বাচন নিয়ে। তাই গুঞ্জন তৈরি হয় সরে দাঁড়াবেন তরফদার রুহুল আমিন।

তরফদার রুহুল আমিনের মনোনয়ন প্রত্যাহারের আবেদন পত্র।

সেই গুঞ্জনটাই সত্যি হলো। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পাঁচটি কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর আবেদন করেন তরফদার রুহুল আমিন। তবে সেই আবেদন করেছেন ভুল জায়গায়।

বাফুফে নির্বাচনী বিধিমালায় নির্বাচন নিয়ে সবধরনের আবেদন প্রধান নির্বাচন কমিশনার বরাবর করতে হয়। কিন্তু তিনি সাধারণ সম্পাদক বরাবর পাঁচটি কারণ দেখিয়ে প্রত্যাহার পত্র দেন। তার প্রত্যাহারের আবেদন যথাযথ হয়নি তাই। 

আবেদন যথাযথ না হওয়ায় ব্যালটে তরফদার রুহুল আমিনের নাম থাকবে কিনা, সেটা এখনও জানায়নি বাফুফের নির্বাচন কমিশন। তার আবেদনটি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। ইমরুল হাসান ভোটে নাকি বিনা ভোটে নির্বাচিত হবেন সেই সিদ্ধান্ত জানার অপেক্ষা এখন।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত