ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরি করতে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা ও গবেষকদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
১২ সদস্যের এই টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদকে।
পরিকল্পনা মন্ত্রণালয় মঙ্গলবার এক অফিস আদেশে এই টাস্কফোর্স গঠনের তথ্য জানায়। আদেশে বলা হয়, বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের রিপোর্ট প্রণয়ন এবং একটি ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরির লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
টাস্কফোর্সকে তিন মাসের মধ্যে একটি প্রাথমিক পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। প্রয়োজনে টাস্কফোর্সে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে।
ট্রাস্কফোর্সের ১১ সদস্য হলেন– বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা আখতার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সাবেক গবেষণা বিভাগের প্রধান আবদুর রাজ্জাক, যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুশফিক মোবারক, বুয়েটের অধ্যাপক শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, বিআইডিএসের গবেষণা পরিচালক মঞ্জুর আহমেদ, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বিডিজবস ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর।
পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনীতি বিভাগে) টাস্কফোর্সের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বলে আদেশে জানানো হয়।