শতরান নয় শত উইকেট! শুক্রবার অন্যরকম সেঞ্চুরি করলেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়ে অষ্টম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব গড়লেন।
৯৮ উইকেট নিয়ে এই ম্যাচ শুরু করেছিলেন তাসকিন। ম্যাচে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার উইকেট নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন।
সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। শ্রীলঙ্কার ইনিংস শেষদিকে খাদের কিনারায় ফেলে দেন। ঠিক একই ভাবে ৯১ রান করা আসালাঙ্কাকে ফিরিয়ে দ্বিতীয় ম্যাচে দলকে লড়াইয়ে আনেন এই পেসার।
তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মর্তুজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদি হাসান মিরাজ (১০৩)।