অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। তারপরও কাগজে কলমে এখনও সেমিফাইনালের স্বপ্ন বেঁচে আছে নাজমুল হোসেন শান্তদের।
আজ ভারতের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে সেটাই স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ, ‘‘বার্তা একটাই, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের অসাধারণ পারফর্ম করতে হবে। পরের ম্যাচটা হেরে গেলে আর সেমিফাইনালের স্বপ্ন থাকবে না। পরের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই এখনো সুযোগ আছে। এখানে উইকেটটা বেশ ভালো, এখনো আশা হারাচ্ছি না। আমরা যদি দুইটায় দুইটা জিততে পারি, তাহলে সুযোগ থাকবে।’’
জুন মাসটা ওয়েস্ট ইন্ডিজে বর্ষাকাল। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে আঘাত হেনেছিল বৃষ্টি। ভারতের বিপক্ষেও আছে বৃষ্টির শঙ্কা। সেটাই মাথায় আছে তাসকিনের, ‘‘পরের ম্যাচে বৃষ্টি হলে ১-১ পয়েন্ট ভাগ হবে, শেষ ম্যাচে একটা সুযোগ থাকবে। এটা হেরে গিয়েছি, অল্প রানের সংগ্রহ ছিল। তাই তারা (অস্ট্রেলিয়া) আগ্রাসী খেলেছে। আমরা আশাবাদী, পরের ম্যাচটা যদি জিততে পারি, তাহলে একটা সুযোগ থাকবে।’’
ভারতকে হারাতে হলে যে অসাধারণ কিছু করতে হবে এটাও জানা তাসকিনের, ‘‘ভারত বিশ্বের অন্যতম সেরা দল। এটা তো কোনো সন্দেহ নেই, ওরা অনেক ভালো দল। ওদের সঙ্গে খেলতে হলে আমাদের অসাধারণ কিছু করতে হবে। এখানে ব্যাটারদের সুবিধা একটু বেশি। আমরা আগে ব্যাটিং করলে অবশ্যই আমাদের ১৭০-১৮০ করতে হবে।’’
এদিকে বিরাট কোহলি এখনও নিজের ছন্দ খুঁজে না পেলেও তাকে নিয়ে আশা ছাড়ছেন না ক্যারিবিয়ানি কিংবদন্তি ব্রায়ান লারা। সম্প্রচারকারী চ্যানেলে তিনি আশাবাদ জানালেন বাংলাদেশের বিপক্ষেই কোহলির রানে ফেরা নিয়ে, ‘‘ আগের ম্যাচে ২৪ বলে ২৪ রান করেছে কোহলি। দারুণ কিছু না হলেও সে উইকেটে কিছুটা সময় কাটিয়েছে। আমার বিশ্বাস, কোহলি ক্যারিবিয়ানে সময়ের সঙ্গে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এখন সে অ্যান্টিগায় যাচ্ছে, ধীরে ধীরে সে রান পাবে। আমাদের কেবল তাকে নিয়ে খুব ধৈর্য ধরতে হবে, বিশ্বকাপে এখনও কয়েকটি ম্যাচ বাকি আছে, আমরা অনেক কিছু দেখতে পাব তার কাছ থেকে।’’