Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

তাসকিনকে না দেখে অবাক হয়েছি : তামিম

3333333333333
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

ভারতের কাছে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। তাতে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে একপ্রকার। ভারতের ২০০ ছুঁই ছুঁই স্কোর তাড়া করতে যে ধরনের ঝড়ো ব্যাটিং করতে হত বাংলাদেশ সেটা করেনি।

ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় এ নিয়ে হতাশা জানালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘‘প্রথম থেকেই আমার মনে হয়নি বাংলাদেশ এই রান তাড়া করার জন্য খেলছে। বাংলাদেশ হয়ত ১৪৬ করেছে , সেটা হয়েছে রিশাদের ১০ বলে ২৪ রানের জন্য। তবে কখনই মনে হয়নি, বাংলাদেশ ম্যাচের যে কোন মুহুর্তে এই রান তাড়া করছে, এটাই সবচেয়ে হতাশার।’’

কুলদীপ যাদব ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। তার এই ভালো বোলিংয়ের পেছনে বাংলাদেশের ব্যাটারদেরও দায় দেখছেন তামিম, ‘‘কোনও সন্দেহ নেই অবিশ্বাস্য ভালো বোলিং করেছে কুলদীপ। বলে ফ্লাইট দিতে ভয় পায়নি ও। বাংলাদেশি ব্যাটারদের অ্যাপ্রোচ ওকে আরও আত্মবিশ্বাস দিয়েছে এমন লুপি ফ্লাইটেড বল করতে। এভাবে কোনও দল ব্যাট করলে বিপক্ষ দলের বোলারকে অসাধারণ মনে হতেই পারে, আমি কিন্তু কুলদীপকে খাটো করছি না। তবে বাংলাদেশের অ্যাপ্রোচ ওকে আরও বেশি ভালো করেছে।’’

তাসকিন আহমেদকে এই ম্যাচে একাদশে রাখেনি বাংলাদেশ। এতে নিজের বিস্ময় লুকাননি তামিম, ‘‘তাসকিনকে না দেখে খুবই বিস্মিত হয়েছিলাম। স্পিনাররা অনেক রান দিয়েছে। যখন তানজিম সাকিব এক ওভারে ভারতের দুই উইকেট নিল, তখন যদি তাসকিন থাকত তাহলে ভারতের উপর আরও চড়াও হতে পারত বাংলাদেশ। আমরা জানি শিবম দুবের শর্ট বলে সমস্যা আছে কিছুটা। তাসকিন তার গতি দিয়ে ওকে চ্যালেঞ্জ জানাতে পারত। আমি সত্যিই বিস্মিত হয়েছি ওকে না দেখে। মেহেদী খুব ভালো করেছে। তবে আপনি যখন ফ্রন্ট লাইন স্পিনার হিসেবে খেলবেন তখন ইকোনমিক্যাল হওয়ার চেয়ে বেশি দরকার উইকেট নেওয়া।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত