২০১৮ সাল পর্যন্ত টেস্টের নিয়মিত পেসার ছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু টেস্ট থেকে বিশ্রাম নেওয়া এবং শুধু সাদা বলে ফোকাস রাখতে এখন লাল বল থেকে দূরে তিনি। তাসকিন আহমেদও কি একই পথে হাঁটবেন? এখনই সেটা বলার সুযোগ নেই। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম চেয়ে সেই ইঙ্গিতই কি দিলেন তাসকিন?
ডানহাতি এই পেসার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট থেকে বিরতি চেয়েছেন আরও আগে। ইনজুরির কারণে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। তার কাঁধের ইনজুরির যা অবস্থা, বড় ফরম্যাটে খেললে ঝুঁকি বাড়বে। তাই লঙ্কানদের সঙ্গে টেস্ট খেলতে চান না জানিয়ে চিঠি দিয়েছেন বিসিবিকে।
বিসিবিকে দেওয়া তাসকিনের ওই চিঠির ব্যাপারে জালাল ইউনুস সকাল সন্ধ্যাকে বলেছেন, “(তাসকিন) টেস্ট খেলতে চায় না, ব্যাপারটা এমন নয়, এটা আপাতত। সে বিশ্রাম চাচ্ছে। আগে ঢাকায় আসুক। এরপর নির্বাচকদের সঙ্গে বসবে। আমাদেরকে একটা চিঠি দিয়েছে তবে সেখানে টেস্ট খেলবে না বলেনি, বলেছে বিশ্রাম। সে আপাতত এই সিরিজে টেস্ট খেলতে চাচ্ছে না।”
সবশেষ ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন তাসকিন। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ও বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট মিস করেন। এবার শ্রীলঙ্কার সঙ্গেও খেলতে চাইছেন না এই পেসার।
টেস্ট থেকে তাসকিনের বিশ্রাম বিসিবির জন্য দুশ্চিন্তার। কারণ সাদা পোশাকে গত বছরও তাসকিনকে দলের এক নম্বর পেসার ধরা হয়েছিল। বোলিং আক্রমণে তাকে নিয়ে বড় কিছুই ভাবছিল বিসিবি। কিন্তু এখন তাসকিনের বদলে কে পেস বোলিং নেতৃত্ব দিবেন, সেটি ভাবতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাকে।
এর আগে মোস্তাফিজ টেস্ট থেকে বিশ্রামের কথা বলে সাদা পোশাকে খেলা বাদ দিয়েছেন। বাঁহাতি পেসার ২০১৮ সাল থেকে লাল বলের ক্রিকেটে অনিয়মিত।
ওই বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের পর ২০২৩ সালের নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত, পাঁচ বছরে মাত্র তিনটি টেস্ট খেলেছেন মোস্তাফিজ।