Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

তাসকিনের বিশ্বাস এমন সাফল্য আরও আসবে

taskin
[publishpress_authors_box]

শেষ চার টেস্টে পারফরম্যান্স ও ফলাফলের যে ফর্দটা নিয়ে উইন্ডিজ যায় বাংলাদেশ, তাতে এই সিরিজে আশান্বিত হওয়ার কোন উপায় ছিল না। ক্রিকেট যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় উন্মাদনার বস্তু, সেই আগ্রহে তাই এবার ভাটা পড়েছিল। পাশের দেশ ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের উত্তেজনা ছাড়িয়ে

সেই শূণ্যতায় অর্জনে ভরিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটাররা। ১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয়, এক বছরে দেশের বাইরে সর্বোচ্চ তিনটি টেস্ট জয় এবং পঞ্চ পাণ্ডবের কাউকে ছাড়া জয়ের সাফল্য দেখিয়েছেন। এই আনন্দের দিনে তাসকিন বাংলাদেশ ক্রিকেট ভক্তদের আশ্বাস দিলেন এমন সাফল্য আরও আসবে।  

সিরিজে প্রথম টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন তাসকিন। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। দুই টেস্ট মিলিয়ে এই সিরিজে পেয়েছেন ১১ উইকেট। তাই সিরিজ সেরার পুরষ্কার উঠেছে তাসকিনের হাতে।

তবে এ সিরিজে পা রাখা অস্বস্তির ছিল। ভারত, দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হওয়ার পর অ্যান্টিগা টেস্টের বড় হার। সব মিলিয়ে মানসিকতা পড়ে যাওয়া দলের এমন রূপান্তরকে বিশাল সাফল্য বলেছেন তাসকিন।

এমন সাফল্য আরও উপহার দেওয়ার আশ্বাস জানিয়ে এ পেসার বলেছেন, “এটা অনেক বড় অর্জন। ওদের কন্ডিশনে অনেক বড় দলই কঠিন সময় পার করে। আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর কয়েকটা ম্যাচে খুব বাজে পারফরম করেছিলাম। এতে মানসিক ভাবে একটু ভেঙ্গে পড়েছিলাম। কিন্তু আমরা নিজেদের প্রমাণ করেছি। আমি নিজে কাঁধের ইনজুরি কাটিয়ে টেস্টে ফিরতে চেয়েছিলাম। দুই টেস্টে সর্বোচ্চটা দিয়েছি। আশা করি সামনে এমন অর্জন আরও আসবে।”

জ্যামাইকা টেস্টের শেষ ইনিংসে চতুর্থ দিনের পিচে তাইজুল ইসলামের হাতে বল তুলে দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শেষ ইনিংসে পৃথিবীর সেরা পেস উইকেট পার্থেও স্পিনারদের হাতে বল তুলে দিতে দুবার ভাববেন না যে কোন অধিনায়ক।

তবে কাজটা করতে হবে ওই স্পিনারকেই। ব্যবহৃত পিচের সুবিধা কাজে লাগিয়ে দলকে এনে দিতে হবে উইকেট। তাইজুল সেই চ্যালেঞ্জে দারুণ ভাবে সফল হয়েছেন। উইন্ডিজে ১০ বছর পর ও দেশের বাইরে চতুর্থ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন এ স্পিনার। যা তার ক্যারিয়ারে ১৫তম।

নিজের দায়িত্বে সফল হতে পেরে বেশ উৎফুল্ল তাইজুল বলেছেন, “নিজের বোলিং নিয়ে আমি সত্যি খুশি। চতুর্থ ইনিংসে আমাকে বল দেওয়া হয়েছিল একটা বিশেষ দায়িত্ব দিয়ে। চতুর্থ দিনের পিচ থেকে সুবিধা আদায় করে আমি সেই দায়িত্ব পূরণ করতে পেরেছি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত