আইপিএলে খেলার ব্যাপারে খুব ভালো সুযোগ এসেছিল তাসকিন আহমেদের। ২০২২ সালে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিন্তু সেবার দক্ষিণ আফ্রিকা সিরিজ থাকায় তাকে এনওসি দেয়নি বিসিবি।
তিন বছর পর আবারও একই দল থেকে তাসকিন অ্যাভেইলেবল আছেন কিনা তা জানতে চাওয়া হয়েছে। তাসকিন জানিয়েছেন অ্যাভেইলেবল আছেন এবং এবার এনওসি নিয়ে কোন সমস্যা হবে না। বোর্ডের সঙ্গে কথা বলেই আইপিএল এজেন্টকে এমনটা জানিয়েছেন তাসকিন।
শুক্রবার ভক্তদের সঙ্গে ইফতার করার পর এমনটাই জানালেন এই পেসার। আশা রাখছেন এবার ডাক পেলে আইপিএল খেলার স্বপ্ন পূরন হবে তার, “লক্ষ্ণৌ যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল ফিট আছি কিনা, অ্যাভেইলেবল আছি কিনা। যদি প্রয়োজন হয় তো এনওসির ব্যাপারটা কি হবে। তো আমি আশাবাদি এবার ওরা ডাকলে এনওসি পাবো।”
কিন্তু আইপিএলে ডাক কীভাবে পাবেন তাসকিন। প্রথম পথ হলো সরাসরি দল পাননি, তাই বদলী হিসেবেই খেলার একমাত্র সুযোগ থাকছে।
লক্ষ্ণৌ দলে কোন পেসার ইনজুরি পড়লেই কেবল কপাল খুলতে পারে তাসকিনের। মোহামেডানের হয়ে খেলা এই পেসার জানিয়েছেন, “ যদি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়। আগে তো ওদের রিপ্লেসমেন্ট ক্রিকেটার প্রয়োজন হতে হবে। ওদের কেউ যদি ইনজুরিতে পড়ে তখন ডাক আসতে পারে। যদি ডাক পাই তাহলে আশা রাখি এ বছর এনওসি নিয়ে সমস্যা হবে না আমাদের কারও। আমরা বোর্ডের সঙ্গে কথা বলে রেখেছি এ ব্যাপারে কোন সমস্যা হবে না আশাকরি।”
একই সঙ্গে বাংলাদেশ দলের অধিনায়কের তালিকাতেও আছেন তাসকিন। তবে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত বা মেহেদি হাসান মিরাজদের মতো এগিয়ে নেন। তবুও তাসকিন জানালেন বোর্ড চাইলে নেতৃত্ব নিতে প্রস্তুত, “এটা তো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। দিন শেষে আমি তো একজন ক্রিকেটার হিসেবে দলকে সেরাটা দিতে চাই। দলের জন্য জিততে চাই। তবে কখনও যদি বোর্ড মনে করে সেটা দেখা যাবে। হ্যাঁ, বোর্ড চাইলে চেষ্টা করবো ইনশা আল্লাহ।”