Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

চ্যালেঞ্জ থেকে সরে নয় মুখোমুখি হয়ে এগিয়ে যান তাসকিন

t6
[publishpress_authors_box]

এই কিছুদিন আগে সংবাদ মাধ্যমে নেতিবাচক খবরের কারণে শিরোনাম হয়েছিলেন তাসকিন আহমেদ। তার বিরুদ্ধে মারধরের অভিযোগ করে তারই এক বন্ধু। পরে অবশ্য ওই বন্ধুর সঙ্গে মিটমাট হয়েছে।

কিছুদিন পর আবার ক্রিকেট ফিরতেই ক্রিকেটীয় কারণে শিরোনামে তাসকিন। এই পেসার অবশ্য পরের বিষয়ে শিরোনামে থাকাটাই বেশি পছন্দ করেন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জয় এনে দেওয়ার নায়ক জানিয়েছেন যে কোন খারাপ সময়ের মুখোমুখি হয়ে সেই চ্যালেঞ্জ জিততে চান।  

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, “ফিট থাকলে তো সব ঠিক থাকে। সামনে এশিয়া কাপ থাকায় দেখা গেল এই সিরিজে সব ম্যাচ না খেলা হতে পারে আমার। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আমার না। আমি প্রতিটা কঠিন সময় থেকে শিক্ষা নেই। সেই সময়গুলো যখন আসে তখন ওটা থেকে সরে না গিয়ে মুখোমুখি হওয়া জরুরী। চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যাওয়া জরুরী।”

ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচে রান খরচ করেছেন শরিফুল। উইকেট পাননি একটিও। তাসকিন ব্যাপারটিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। টি-টোয়েন্টি যে ব্যাটারদের খেলা তা স্মরণ করিয়ে দেন এই পেসার। কোন ম্যাচে একজন বোলারের বেশি রান দেওয়াকে দোষের কিছু হিসেবে দেখেন না তিনি।

তাসকিন জানিয়েছেন, “টি-টোয়েন্টি ব্যাটারস গেম। একদিন দেখা গেল যে কারও (বোলার) উপর দিয়ে যায়। যেদিন খারাপ যায় সেদিন দেখা যায় ওই বোলার মার খেতেই থাকে। আন্তর্জাতিক ম্যাচে চাপ থাকেই, বিপক্ষ যেই হোক। আমরা কিন্তু ২০২৩ সালে ওদের কাছেই কিন্তু হেরেছিলাম। হালকা ভাবে নেওয়ার কিছু নেই। আমরা নিজেদের দায়িত্বটা কতটা পালন করতে পারছি সেটা দেখা গুরুত্বপূর্ণ।”

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল লিটন দাসের রানে ফেরা। তাসকিন জানিয়েছেন লিটনের ব্যাটে রান বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, “লিটনের ভালো খেলা, ফর্মে থাকা আমাদের দলের জন্য খুব জরুরী। নেটেও দেখছি যে ভালো করছে। কারণ স্পোর্টিং কন্ডিশনে যে কোন এক সাইড দিয়ে জেতা কখনই সম্ভব না। দুই পাশেই (ব্যাটিং ও বোলিং) লাগে। তো গত কয়েক সিরিজের পারফরম্যান্স ধরে বলব দুই দিকে ভালো হচ্ছে।”  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত