রঙ্গীন পর্দার তারকাদের ব্যক্তি জীবনের গল্প ভক্ত-দর্শকরা আর কতটুকুই জানে! পর্দায় নানা গল্পের চরিত্রের ভিড়ে হারিয়ে গেলেও তাদেরও তো নিজস্ব একটি জগত থাকে। আর দৈনন্দিন জীবনে ভালো থাকা মন্দ থাকা আর তা যাপনের নানা কৌশলও আছে।
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ তেমনই একটি মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
অভিনয়ে অল্পদিনেই দর্শক মন জয় করা ফারিণ যে গান গাইতেও জানেন তা সবাই জানলো ‘ইত্যাদি’-তে তাহসানের সঙ্গে তার কন্ঠে ‘রঙে রঙে রঙ্গীন হবো’ গানটি শুনে । ইউটিউবে ট্রেন্ডিংয়ে উঠে যায় গানটি ।
আবার দেশের বাইরে একটি অনুষ্ঠানে ফারিণের কন্ঠে খালি গলায় বেসুরে গানটি গাইতে দেখে বিতর্কের মুখোমুখিও হতে হয়েছে তাকে।
‘ফারিণ নাকি গাইতে জানেন না’, ‘যন্ত্রের কারসাজিতে তার গলায় সুর বসানো হয়েছে’ – এমন সব মন্তব্যে ভরে উঠেছিল সোশাল মিডিয়া।
তবে ফারিণ তার জবাব দিলেন গানে গানেই। শুক্রবার তার ফেইসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে পিয়ানো বাজিয়ে তিনি গাইছিলেন ল্যাবরিন্থের ‘জেলাস’ গানটি।
চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই যার ভিউ প্রায় দুই লাখ ।
পোস্টের ক্যাপশনে লিখেছেন, “গান গাওয়া আমার জন্য এক ধরনের থেরাপি। যখনই মন খারাপ থাকে, এই ধরণের ধ্যানে মগ্ন হয়ে যাই। সাম্প্রতিক সময়ে আমার জীবনে অনেক কিছুই ঘটেছে। সেই সব বিশৃঙ্খলার মাঝে আমি হারিয়ে ফেলেছিলাম আমার সবচেয়ে মূল্যবান বন্ধু সংগীতকে।”
মধ্যরাতে গান গেয়ে নিজেকে এতটাই প্রশান্তি দিতে পেরেছেন যে, ফারিণর মনে হয়েছে মানুষ হিসেবে সক্রিয় থাকার জন্য তাকে গাইতেই হবে।
ভক্তদের উদ্দেশে ফারিণের আহবান, “যত ব্যস্ততাই আপনাকে গ্রাস করুক না কেন, আপনার ভালো লাগার প্রিয় কাজটি থেকে কখনোই দূরে সরে যাবেন না।”
এদিকে, ফারিণের নতুন খবর কাজল আরেফিন অমি পরিচালিত ‘হাউ সুইট’ ওয়েবফিল্মে অভিনয়, সঙ্গী ছোটপর্দার অপূর্ব।
এই প্রথম ওটিটি প্লাটফর্মে তাদেরএকসঙ্গে দেখা যাবে। এটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।
গত ১৬ অক্টোবর এক সংবাদ সম্মলনের মাধ্যমে ওয়েবফিল্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এছাড়াও চলতি মাসেই ভিকি জাহেদের পরিচালনায় ফারিণ অভিনীত ওয়েবসিরিজ ‘চক্র’ আইস্ক্রিনে মুক্তি পেয়েছে। একই নির্মাতার ‘একটি খোলা জানালা’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পায় গত মাসে।
আপাতত, নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিজেকে ব্যস্ত রেখেছেন এ জনপ্রিয় মুখ।