Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

মেহজাবীনে অভিভূত তাসনিয়া ফারিণ

mehzabin-farin-final
[publishpress_authors_box]

মেহজাবীন অভিনিত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্রিয় মালতী’র প্রশংসায় মাতলেন তাসনিয়া ফারিণ। চলচ্চিত্রটি কিছু অংশ দেখেই মুগ্ধতা প্রকাশে দেরি করেননি।

প্রতিক্রিয়ায় সম্প্রতি তিনি তার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে লিখেছেন-

আমি প্রিয় মালতী কিছুটা দেখেছি। এটা এমন একটা ছবি যা আপনাকে শান্তি দিবে না, মনে প্রশ্ন তৈরি করবে এবং আপনাকে অন্যরকম একটা জার্নির ভেতর দিয়ে নিয়ে যাবে। এই জার্নিটা ঠিক ফান নয়, আপনাকে স্মৃতিকাতর করবে। মাঝে মাঝে স্বান্তনা খুঁজে পেলেও পরমুহূর্তেই তা মিলিয়ে যাবে। কী অসামান্য অভিনয়ই না করেছেন মেহজাবীন আপু এবং অন্যরা। সত্যিই তিনি চরিত্রটাতে বসবাস করেছেন, হৃদয়ে ঝড় তুলেছেন। সবশেষে আপনার মনকে ব্যথাতুর করে তুলবে যে মানুষগুলোকে দু ঘন্টা ধরে আপনি দেখবেন তাদের জন্য।

ফারিণ অভিনন্দন জানান, নির্মাতা শঙ্খদাশ গুপ্ত এবং প্রযোজক আদনান আল রাজীবকে।

প্রসঙ্গত, মেহজাবীন ও ফারিনের মধ্যে ব্যক্তিজীবনেও রয়েছে ভালো বন্ধুত্ব। কোনও প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং রয়েছে পারস্পরিক সম্মান ও ভালোবাসার সম্পর্ক। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই দেখা যায় তাদের একসঙ্গে বিভিন্ন দেশে ভ্রমণের ছবি দেখা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত